IBPS Clerk 2019-20 Notification: মঙ্গলবার থেকে শুরু হল দেশের ১৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ১২,০৭৫ জন ক্লার্ক নিয়োগের অনলাইন আবেদন প্রক্রিয়া। আগামী ৭, ৮, ১৪ এবং ২১ ডিসেম্বর ২০১৯ থেকে শুরু হচ্ছে পরীক্ষা। পরীক্ষার দায়িত্বে থাকবে 'দ্য ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন' (আইবিপিএস)। আগ্রহী প্রার্থীরা আইবিপিএস-এর অফিসিয়াল ওয়েবসাইট ibps.in এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
কমন লিখিত পরীক্ষার (CRP Clerks-IX) জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ১৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত। মেইনস পরীক্ষাটি হবে ১৯ জানুয়ারী,২০২০। প্রিলিমিনারি পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে নভেম্বর মাসে। দেশের মোট ১৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক আইবিপিএস পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করবে। গত বছর মোট ৪২৫২টি শূন্যপদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আইবিপিএস। এ বছর মোট ১২০৭৫টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন।
কোন কোন ব্যাঙ্কে নিয়োগ করা হবে?
এলাহাবাদ ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কর্পোরেশন ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নিয়োগ হবে এই নির্বাচনী পরীক্ষার মাধ্যমে।
বয়সসীমা:
১ সেপ্টেম্বর ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-২৮ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন।
যোগ্যতা:
কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় গ্র্যাজুয়েশন। কম্পিউটার সিস্টেমে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। যে রাজ্যের শূন্যপদের জন্য আবেদন করবেন সেই রাজ্যের সরকারি ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
আবেদনের ফি:
৬০০ টাকা। তফশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে ১০০ টাকা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে। ফি জমা দেওয়া সম্পূর্ণ হলে একটি ই-রিসিপ্ট পাওয়া যাবে। সেই ই-রিসিপ্টের একটি প্রিন্ট আউট রাখতে হবে।
কীভাবে আবেদন করবেন?
আবেদন করার জন্য প্রার্থীদের স্ক্যানড নথি এবং ছবি সঙ্গে রাখতে হবে।
* প্রথমে আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইট- ibps.in এ যেতে হবে।
* হোমপেজে কমন লিখিত পরীক্ষার (CRP Clerks-IX) লিঙ্কটিতে ক্লিক করতে হবে। একটি আলাদা উইন্ডো খুলে যাবে, সেখানে IBPS Clerk 2019-20 link-টিতে ক্লিক করতে হবে।
* নতুন পেজটিতে রেজিস্ট্রেশন লিঙ্কটিতে ক্লিক করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটিতে নিজের বিস্তারিত তথ্য দিয়ে তা পূরণ করতে হবে। সেই সময় প্রভিশনাল রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড তৈরি হবে। ভবিষ্যতের জন্য এই রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড প্রয়োজন হতে পারে।
* এরপর ফটো, সিগনেচার, বাঁ হাতের বুড়ো আঙ্গুলের ছাপ পেজটিতে আপলোড করতে হবে। এরপর সাবমিট করতে হবে।
* পরবর্তীতে পেমেন্ট অপশনটিতে ক্লিক করে অনলাইনের মাধ্যমে পেমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। পেমেন্ট প্রক্রিয়াটি শেষ হলে একটি ই-রিসিপ্ট তৈরি হবে। সেই রিসিপ্টের একটি প্রিন্ট আউট এবং অনলাইন অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।
আবেদন সংক্রান্ত আরও বিশদ তথ্য পেতে ক্লিক করুন www.ibps.in ওয়েবসাইটে।