Advertisment

IBPS Clerk Recruitment 2020: সরকারি ব্যাঙ্কে ১২ হাজার শূন্যপদে নিয়োগ

IBPS Clerk Recruitment 2020 Notification Released @ibps.in: আবেদনকারীদের নূন্যতম স্নাতক হতে হবে। তবে যাঁরা স্নাতকস্তরে চূড়ান্ত বর্ষের পড়ুয়া, তাঁরাও আবেদন করতে পারবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
ibps bank exam

প্রকাশিত আইবিপিএস পরীক্ষার শূন্যপদের বিজ্ঞপ্তি

IBPS Clerk Job Notification for 12000 Posts: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ক্লার্কপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল দ্য ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস)। ১৭ সেপ্টেম্বর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার শুরু হয়ে গিয়েছে। আবেদনের সময়সীমা ৯ অক্টোবর ২০১৯ পর্যন্ত। মোট ১২ হাজার শূন্যপদে নিয়োগ করবে আইবিপিএস। আগ্রহী প্রার্থীদের আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইট ibps.in-এ গিয়ে আবেদন করতে হবে।

Advertisment

আরও চাকরির খবর পড়ুন এখানে

চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রার্থীদের প্রিলিমিনারি এবং মেইনস দুটি পরীক্ষাতেই উত্তীর্ণ হতে হবে। জানা যাচ্ছে, প্রিলিমিনারি পরীক্ষাটি হবে ৭, ৮, ১৪ এবং ২১ ডিসেম্বর। আর আইবিপিএস ক্লার্কের মেইনস পরীক্ষাটি হবে ১২ জানুয়ারী' ২০২০। পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ২০২০ সালের এপ্রিল মাসে। তবে দিনটি এখনও ঘোষণা করা হয়নি।

বয়স: প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ২০ বছর, সর্বাধিক ২৮ বছর। তবে সংরক্ষিত শ্রেণির জন্য বয়সে ছাড় দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের নূন্যতম স্নাতক হতে হবে। তবে যাঁরা স্নাতকস্তরে চূড়ান্ত বর্ষের পড়ুয়া, তাঁরাও আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে অক্টোবরের ৯ তারিখের মধ্যে তাঁদের স্নাতকের ফলাফল জমা দিতে হবে।

আরও পড়ুন- ডিআরডিওতে চাকরির সুযোগ! মাসিক বেতন ৮১১০০ টাকা

কীভাবে আবেদন করবেন?

*আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইট ibps.in এ যেতে হবে
* সাইটের হোমপেজে ‘click here to apply for the CRP CLERKS-IX’ অপশনটিতে ক্লিক করতে হবে
* এরপর ‘click here for new registration’ অপশনটিতে ক্লিক করুন
* প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে রেজিস্ট্রেশনের জন্য
* এরপর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজের ছবি এবং বাকি তথ্য পূরণ করতে হবে
* সবশেষে পেমেন্টের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে

আবেদনের ফি: আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য ৬০০ টাকা আবেদনের ফি দিতে হবে। সংরক্ষিত শ্রেণির জন্য সেই ফি ১০০ টাকা।

Read the full story in English

Government Jobs
Advertisment