সুখবর! সুখবর! ব্যাংকের চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন, তবে এবার আর কোনও সমস্যা নেই। IBPS এর তরফ থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। কোন কোন ব্যাংক থেকে কোন পদ্ধতিতে নির্বাচন হবে, জেনে নিন বিস্তারিত।
IBPS এর পক্ষ থেকে ব্যাংকের ক্লার্ক পদের জন্য আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যারা যারা ইচ্ছুক তারা অটো সত্ত্বর আবেদন করুন।
পদের নাম - IBPS ক্লার্ক
পদের সংখ্যা - ৫২৮
কারা আবেদন করতে পারবেন?
বয়স - ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে বয়স। এছাড়াও সরকারি ক্ষেত্রে বয়সের কথা উল্লেখ করা রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। এছাড়া কম্পিউটার অবশ্যই জানতে হবে।
দেশের নাগরিক হতে হবে, এছাড়াও নেপাল, ভুটান কিংবা তিবেটিয়ান রিফিউজি, অথবা অন্যান্য ( নোটিশে উল্লেখ্য )
টেকনোলজিতে জ্ঞান থাকলে খুবই ভাল। এছাড়াও স্কিল ডেভেলপমেন্ট দেখে নেওয়া হবে।
নির্বাচনের পর যে রাজ্যে পোস্টিং হবে সেই ভাষায় পড়তে এবং বলতে জানতে হবে।
কোন কোন ব্যাংকে পোস্টিং হবে - ব্যাংক অফ বরদা, ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক, uco ব্যাংক, UBI, ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংক ( অন্যান্য )
পরীক্ষার স্থান - কলকাতা, হুগলি, দুর্গাপুর, আসানসোল এছাড়াও রাজ্যের নানা ক্ষেত্রে সুযোগ রয়েছে।
বিশেষ উল্লেখ্য :- পরীক্ষার স্থান পরে বদল করা যাবে না।
যে যে তথ্য লাগবে :
- আবেদনের সময় অবশ্যই, বৈধ মেইল আইডি এবং ফোন নম্বর।
- কিছুদিনের মধ্যে তোলা কালার পাসপোর্ট সাইজ ফটো।
- স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।
- বাম হাতের বুড়ো আঙুলের ছাপ আপলোড করতে হবে।
- নিজে হাতে লিখে সেলফ ডিক্লারেশন এবং অন্যান্য নথির মধ্যে - আধার, ভোটার, প্যান এবং সমস্ত মার্কশিট।
আবেদনের মাধ্যম :- অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের সাইট :- www.ibps.in
আবেদনের ফি - ৮৫০ টাকা
আবেদনের তারিখ - ১/৭/২০২২ থেকে ২১/৭/২০২২
আবেদনের অফিসিয়াল নোটিশ - < https://www.ibps.in/wp-content/uploads/Final-Advt.-CRP-CLERKS-XII.pdf >