দেশের ১৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ১২০৭৫ জন ক্লার্ক নিয়োগের জন্য শুরু হচ্ছে অনলাইন আবেদন প্রক্রিয়া। প্রার্থী বাছাইয়ের জন্য আইবিপিএসের কমন লিখিত পরীক্ষা হবে ৭, ৮, ১৪ এবং ২১ ডিসেম্বর। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে। কমন লিখিত পরীক্ষা (CRP Clerks-IX)-র জন্য অনলাইনে আবেদন নেওয়া হবে ১৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত।
কোন কোন ব্যাঙ্কে নিয়োগ করা হবে?
এলাহাবাদ ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কর্পোরেশন ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
বয়সসীমা:
১ সেপ্টেম্বর ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-২৮ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন।
যোগ্যতা:
কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় গ্র্যাজুয়েশন। কম্পিউটার সিস্টেমে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। যে রাজ্যের শূন্যপদের জন্য আবেদন করবেন সেই রাজ্যের সরকারি ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
গুরুত্বপূর্ণ তারিখগুলি এক নজরে
পরীক্ষার ধরন:
পরীক্ষা হবে দুটি ধাপে, প্রিলিমিনারি এবং মেইনস। দুটি পরীক্ষাই হবে অবজেকটিভ টাইপের এবং অবশ্যই অনলাইনে হবে পরীক্ষা দুটি। প্রিলিমিনারি পরীক্ষায় মোট ১০০ নম্বর, সময় থাকবে ৬০ মিনিট।
ইংলিশ ল্যাঙ্গুয়েজ - ৩০ নম্বর, নিউমেরিক্যাল অ্যাবিলিটি - ৩৫ নম্বর, রিজনিং অ্যাবিলিটি - ৩৫ নম্বর।
মেইনস পরীক্ষায় থাকবে মোট ২০০ নম্বর, সময় ১৬০ মিনিট।
জেনারেল অ্যাওয়ারনেস - ৫০ নম্বর
জেনারেল ইংলিশ - ৪০ নম্বর
রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউড - ৬০ নম্বর
কোয়ান্টেটিভ অ্যাপটিটিউড - ৫০ নম্বর।
আবেদনের ফি:
৬০০ টাকা। তফশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে ১০০ টাকা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে। ফি জমা দেওয়া সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে। সেই ই-রিসিটের একটি প্রিন্ট আউট রাখতে হবে।
আবেদনের পদ্ধতি:
www.ibps.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।