IBPS clerk prelims result 2018:
আগামীকাল ৪ জানুয়ারি আইবিপিএস অর্থাৎ ব্যাঙ্কের কর্মী নির্বাচনের ক্লার্ক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। আইবিপিএসের একজন কর্মকর্তা ভারতীয় ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকমকে বলেন, "আমরা জানুয়ারিতে আইবিপিএস ক্লার্ক পরীক্ষার ফলাফল প্রকাশ করার চেষ্টা করছি। আগামীকাল অফিসিয়াল ওয়েবসাইটে বিকেল ৫ টার পর প্রার্থীরা ফলাফল দেখতে পারবেন।"
যারা আইবিপিএস ক্লার্কের প্রাথমিক পরীক্ষায় পাস করতে পারবে, তারা ২০ জানুয়ারি প্রধান পরীক্ষায় বসার সুযোগ পাবে। আইবিপিএস ক্লার্ক পরীক্ষায় প্রাথমিক পরীক্ষায় উপস্থিত প্রার্থীগণ অফিসিয়াল ওয়েবসাইট, ibps.in এর মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। বিভিন্ন ব্যাংকের মোট ক্লার্কের খালি পদের সংখ্যা ৭,২৭৫ টি। সেই পদে কর্মী নিয়োগের জন্য ৮ ,৯,১৫এবং ১৬ ডিসেম্বর দুটি পর্যায়ে পরীক্ষা হয়।
আরও পড়ুন: চাকরির যাবতীয় খবর জানতে ক্লিক করুন
১৮ই সেপ্টেম্বর আইবিপিএস ক্লার্কের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল এবং ২১৮ সালের ১০ অক্টোবর পর্যন্ত আবেদন করা সম্ভব হয়েছিল। গত বছর আইবিপিএস ক্লার্ক পরীক্ষার প্রথম পরীক্ষা হয়েছিল ২ ডিসেম্বর। ফলাফল প্রকাশ পায় ২৯ ডিসেম্বর।
Read the full story in English