Advertisment

IBPS PO 2019: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৪৩৩৬টি শূন্যপদে নিয়োগ

প্রিলিমিনারী পরীক্ষা হবে অক্টোবরের ১২, ১৩, ১৯ এবং ২০ তারিখ এবং মেইনস পরীক্ষা হবে নভেম্বরের ৩০ তারিখ

author-image
IE Bangla Web Desk
New Update
ibps bank exam

প্রকাশিত আইবিপিএস পরীক্ষার শূন্যপদের বিজ্ঞপ্তি

IBPS PO 2019:

Advertisment

আগামী সপ্তাহেই আইবিপিএস এর প্রবেশনারি অফিসার এবং এমটি রিক্রুটমেন্ট পরীক্ষার দিনক্ষণ প্রকাশের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে দ্য ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (আইবিপিএস)। প্রসঙ্গত, গত বছর ১৪ অগাস্ট পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি হয়েছিল। প্রতি বছরের মতো অনলাইনের মাধ্যমেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি হয়েছিল।

আগ্রহী প্রার্থী যারা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হবে তাঁরাই পরবর্তীতে মেইনস পরীক্ষায় বসার সুযোগ পাবে। জানা যাচ্ছে, প্রিলিমিনারী পরীক্ষা হবে অক্টোবরের ১২, ১৩, ১৯ এবং ২০ তারিখ এবং মেইনস পরীক্ষা হবে নভেম্বরের ৩০ তারিখ।

পরীক্ষা পদ্ধতি:

পরীক্ষাটি হবে ১০০ নম্বরের। সময় থাকবে এক ঘন্টা। প্রশ্নে থাকবে তিরিশ নম্বরের ইংরেজি ল্যাঙ্গুয়েজ। থাকবে ৩০টি প্রশ্ন। কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড থাকবে ৩৫ নম্বরের। প্রশ্ন সংখ্যা থাকবে ৩৫টি। এছাড়াও ৩৫ নম্বরের রিজনিং অ্যাবিলিটি থাকবে, প্রশ্ন থাকবে ৩৫টি।

exam pattern ibps পরীক্ষা পদ্ধতির বিস্তারিত তথ্য

শিক্ষাগত যোগ্যতা: 

ভারত সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় ডিগ্রি বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত সমতুল যোগ্যতা।

বয়সসীমা:

নূন্যতম ২০ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। তফশিলি জাতি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি, শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনাকর্মীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাওয়া যাবে।

আরও চাকরির খবর পড়ুন এখানে

প্রয়োজনীয় নথি:

আবেদনকারীর ফোটোগ্রাফ- 20 kb থেকে 50 kb .jpg file

আবেদনকারীর সিগনেচার- 10 kb থেকে 20 kb .jpg file

আবেদনকারীদের থাম্ব ইম্প্রেশন- 10 kb থেকে 20 kb .jpg file

বিজ্ঞপ্তি অনুযায়ী ডিক্লেয়ারেশনের স্ক্যান কপি- 10 kb থেকে 20 kb .jpg file

বিস্তারিত জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট- https://www.ibps.in/

Read the full story in English

Government Jobs
Advertisment