Advertisment

IBPS PO Mains Admit Card Released: প্রকাশিত ব্যাঙ্কের পরীক্ষার অ্যাডমিট কার্ড, পরীক্ষার বিস্তারিত তথ্য

IBPS PO Mains 2019 Admit Card Released @ibps.in: অ্যাডমিট কার্ড লিঙ্কটি চালু থাকবে ৩০ নভেম্বর অবধি। প্রার্থীদের এই সময়ের মধ্যেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
ibps recruitment, ibps clerk recruitment

আইবিপিএস পরীক্ষার মাধ্যমে বিপুল সংখ্যক পদে নিয়োগ

IBPS PO Mains Admit Card 2019 Out: দ্য ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন প্রকাশ করল প্রবেশন অফিসার (পিও) মেইনস-এর অ্যাডমিট কার্ড। আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইট- ibps.in থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। অ্যাডমিট কার্ড লিঙ্কটি চালু থাকবে ৩০ নভেম্বর অবধি। প্রার্থীদের এই সময়ের মধ্যেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে।

Advertisment

আরও পড়ুন- মাধ্যমিক পাশ করলেই কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ

বৈধ অ্যাডমিট কার্ড ছাড়া কোনও পরীক্ষার্থীদেরই পরীক্ষা কেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া হবে না। মেইনস পরীক্ষাটিতে উত্তীর্ণ হলে তবেই ইন্টারভিউতে বসার অনুমতি মিলবে। ২০২০ সালের জানুয়ারি/ফেব্রুয়ারি মাসে ইন্টারভিউ প্রক্রিয়াটি হতে পারে, এমনটাই জান গিয়েছে।

কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?

* প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ibps.in এ যান
* এরপর হোমপেজের ‘IBPS PO call letter’ লিঙ্কে ক্লিক করুন
* রেজিস্টার্ড লগ-ইন আইডি দিয়ে লগ ইন করুন
* ড্যাশবোর্ডের দেখতে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড, সেখান থেকে ডাউনলোড করুন

উল্লেখ্য, মোট ৪৩৩৬টি পিও এবং ম্যানেজমেন্ট ট্রেনি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আইবিপিএস।

আরও পড়ুন- বিপুল সংখ্যক অফিসার নিয়োগ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে

পরীক্ষা পদ্ধতি:

আইবিপিএস পিও/এমটি পরীক্ষাটি হবে অবজেকটিভ টাইপ প্রশ্নে। মোট ২০০ নম্বর থাকবে। তার মধ্যে বর্ণনামূলক বা ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকবে ২৫ নম্বরের। পুরো পরীক্ষাটি হবে অনলাইনে। অবজেকটিভ প্রশ্নের জন্য থাকবে তিন ঘন্টা সময় এবং ডেসক্রিপটিভ প্রশ্নের জন্য থাকবে ৩০ মিনিট।

আরও পড়ুন- বাংলায় ফিরছে টেট, চার বছরের অপেক্ষার অবসান

মেইনস এবং ইন্টারভিউর মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের প্রবেশনাল অফিসার হিসেবে নেওয়া হবে ইউকো, সিন্ডিকেট, ইউবিআই, কানাড়া, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ, পাঞ্জাব ন্যাশনাল, ইন্ডিয়ান ওভারসীস, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কর্পোরেশন, অন্ধ্র, এলাহাবাদ, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ব্যাঙ্কগুলিতে নিয়োগ করা হবে।

Read the full story in English

Government Jobs
Advertisment