Advertisment

কবে IBPS PO মেইন-এর ফলাফল, জেনে নিন

যে সমস্ত প্রার্থীরা পরীক্ষায় বসেছিলেন তাঁরা বোর্ডার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। দ্য ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশনের অফিসিয়াল ওয়েবসাইটটি হল www.ibps.in

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চলতি সপ্তাহতেই IBPS PO (মেইন) পরীক্ষার ফলাফল প্রকাশ করবে দ্য ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন বোর্ড। যে সমস্ত প্রার্থীরা পরীক্ষায় বসেছিলেন তাঁরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। দ্য ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশনের অফিসিয়াল ওয়েবসাইটটি হল— ibps.in। উল্লেখ্য, চলতি বছর ৬ নভেম্বর IBPS PO মেইন পরীক্ষাটি হয়েছিল।

Advertisment

আরও পড়ুন:  RRB ALP Technician Revised Result 2018 Date: RRB-র পুনঃমূল্যায়নের ফলাফল কবে, জেনে নিন

একাধিক ব্যাঙ্কের মোট ৩,৫০০টি পদের জন্য পরীক্ষা হয়েছিল চলতি বছর। তবে পরীক্ষা সংক্রান্ত জটিলতা বিবেচনা করে দেখা গিয়েছে যে, IBPS PO পরীক্ষার কাটঅফ নম্বরের একটা উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। গত বছর IBPS PO (মেইন)-এর ২০০-র মধ্যে কাটঅফ নম্বর ছিল ৫২.৫। তবে যেহেতু এই বছর পদের সংখ্যা কমে গিয়েছে সে কারণে এ বছর কাটঅফ নম্বর অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।

জনে নিন কীভাবে দেখবেন IBPS PO (মেইন)-এর ফলাফল

Step 1: অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। অফিসিয়াল ওয়েবসাইটটি হল- ibps.in

Step 2: ‘ Exam Result’ লেখা অংশে ক্লিক করুন।

Step 3: এবার একটি নতুন উইন্ডো খুলবে, সেখানে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর দিয়ে লগ ইন করুন।

Step 4: এরপর স্ক্রিনে আপনার রেজাল্ট দেখা যাবে।

প্রসঙ্গত, যে সমস্ত প্রার্থীরা IBPS PO-র পিলিমিনারি পরীক্ষায় উত্তির্ণ হয়েছিলেন তাঁরাই IBPS PO মেইন পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন।

IBPS PO-তে অংশ গ্রহনকারী ব্যাঙ্কগুলি দেখে নিন:

এলাহাবাদ ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, কর্পোরেশন ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দেনা ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, আইডিবিআই ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্ক এবং বিজয়া ব্যাঙ্ক।

Read the full story in English 

চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন

Advertisment