IBPS PO Prelims Result 2018 Date: প্রোবেশনারি অফিসার (PO) পদের জন্য হওয়া পরীক্ষার ফলাফল প্রকাশ করবে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (IBPS)। আজ অর্থাৎ ৩০ অক্টোবর বা ৩১ অক্টোবর প্রকাশিত হবে ফলাফল। ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমকে বোর্ডের এক আধিকারিক জানান, "অক্টোবরের শেষ অর্থাৎ ৩০ বা ৩১ তারিখে প্রকাশিত হবে IBPS PO-র ফলাফল। পরীক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ibps.in -এ গিয়ে ফলাফল জানতে পারবেন।"
যে সমস্ত প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাঁদের মেইন পরীক্ষায় বসতে হবে। পরীক্ষা হবে ১৮ নভেম্বর। প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল অক্টোবরের ১৩, ১৪, ২০ এবং ২১ তারিখে।
আরও পড়ুন: IRCTC 78 Special Trains: দীপাবলিতে ৭৮টি বিশেষ ট্রেন দেবে ভারতীয় রেলওয়ে, বিস্তারিত জানুন
IBPS Result, Steps to check IBPS Bank PO Prelims Exam Result 2018
Step 1: বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন, www.ibps.in
Step 2: এরপর ‘IBPS PO Preliminary Exam Result’-এর ওপর ক্লিক করুন
Step 3: এবার নতুন উইন্ডোতে রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর দিন।
Step 4: স্ক্রিনে রেজাল্ট দেখাবে।
Step 5: রেজাল্ট ডাউনলোড করুন এবং প্রিন্ট আউট করে নিন।
আইবিপিএস পি ও, মেইন (IBPS PO, main) পরীক্ষার প্যাটার্ন
Reasoning & Computer Aptitude — ৬০ নম্বরে পরীক্ষা, ৪৫টি প্রশ্ন থাকবে, সময় এক ঘণ্টা।
General/ Economy/ Banking Awareness — ৪০ নম্বরে পরীক্ষা, ৪০ টি প্রশ্ন, সময় ৩৫ মিনিট
English Language — ৪০ নম্বরে পরীক্ষা, ৩৫টি প্রশ্ন, সময় ৪০ মিনিট
Data Analysis & Interpretation — ৬০ নম্বরের পরীক্ষা, ৩৫টি প্রশ্ন সময় ৪৫ মিনিট
English Language (Letter writing and essay) — ২৫ নম্বরের পরীক্ষা, ২টি প্রশ্ন ৩০ মিনিট
আরও পড়ুন: Eastern Railway Recruitment: রেলে ২৯০৭ জন অ্যাপ্রেন্টিস নেওয়া হবে
চাকরির তালিকায় যেই ব্যাংকগুলি রয়েছে:
এলাহাবাদ ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, কর্পোরেশন ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক, অফ কমার্স, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দেনা ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইডিবিআই ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্ক এবং বিজয়া ব্যাঙ্ক।
Read the full story in English
চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন