Advertisment

ফের রাজ্যে কর্মসংস্থান! ন্যূনতম পাশে কৃষি দফতরে চাকরির বিরাট সুযোগ

জানুন আবেদনের খুঁটিনাটি

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

icar এ বিপুল নিয়োগ

সরকারি চাকরির প্রতি বিরাট ঝোঁক আপনার? তবে এই সুযোগ একদম হাতছাড়া করলে চলবে না। বিশেষ উল্লেখ্য এটাই যে নূন্যতম পাশেই পশ্চিমবাংলার যে কেউ এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা দুজনেই করতে পারবেন আবেদন। জেনে নিন বিস্তারিত।

Advertisment

কৃষি দফতরে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। অনলাইনের মাধ্যমে করা যাবে আবেদন।

পদের নাম :- গ্রুপ সি ( ICAR ) ভারতীয় কৃষি দফতর।

পদের সংখ্যা :- ৪৬২ জন ( পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে )

বেতন :- ৩৫,৪০০ থেকে ৪৪,৯০০ টাকা ( লেভেল পে অনুযায়ী করা হবে )

বিশেষ উল্লেখ্যঃ SSC/ দশম পাশের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ-ইন করতে হবে।

জন্ম তারিখ, পাশের বছর এবং পরীক্ষার স্থানে কোনরকম বদল কিংবা কারেকশন করা যাবে না, তাই সতর্ক থাকুন।

publive-image

পরীক্ষার ধরণ :- লিখিত পরীক্ষা নেওয়া হবে। ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের MCQ টেস্ট দিতে হবে। জেনারেল নলেজ, গণিত, বিজ্ঞান এবং সোশ্যাল সাইন্স দিতে হবে। ৯০ মিনিটের পরীক্ষা হবে।

শিক্ষাগত যোগ্যতা:- অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া উচ্চশিক্ষা অগ্রগণ্য।

বয়স :- বয়স হতে হবে ৩৫ এর মধ্যে। সরকারি খাতে সুযোগ থাকবে।

যেসব ডকুমেন্ট দরকার :-

  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট, মার্কশিট
  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  • পাসপোর্ট সাইজের ছবি
  • নিজস্ব সই কালো পেন দিয়ে
  • আধার অথবা ভোটার কার্ড
  • কাস্ট সার্টিফিকেট

অনলাইন আবেদনের সাইট :- www.iari.res.in

আবেদনের পদ্ধতি :- অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করে তারপর ফর্ম ফিলাপ করতে হবে। নিজে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। সেগুলি যেন পরিষ্কার থাকে।

আবেদনের শেষ তারিখ - ২১ জুন।

আবেদনের ভুলভ্রান্তি থাকলে সেটি কারেকশন করা যাবে - ২৫ তারিখ থেকে।

আবেদনের অফিসিয়াল নোটিশ - < https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/76960/Instruction.html >

Government Jobs India Government jobs
Advertisment