সরকারি চাকরির প্রতি বিরাট ঝোঁক আপনার? তবে এই সুযোগ একদম হাতছাড়া করলে চলবে না। বিশেষ উল্লেখ্য এটাই যে নূন্যতম পাশেই পশ্চিমবাংলার যে কেউ এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা দুজনেই করতে পারবেন আবেদন। জেনে নিন বিস্তারিত।
Advertisment
কৃষি দফতরে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। অনলাইনের মাধ্যমে করা যাবে আবেদন।
পদের নাম :- গ্রুপ সি ( ICAR ) ভারতীয় কৃষি দফতর।
Advertisment
পদের সংখ্যা :- ৪৬২ জন ( পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে )
বেতন :- ৩৫,৪০০ থেকে ৪৪,৯০০ টাকা ( লেভেল পে অনুযায়ী করা হবে )
বিশেষ উল্লেখ্যঃ SSC/ দশম পাশের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ-ইন করতে হবে।
জন্ম তারিখ, পাশের বছর এবং পরীক্ষার স্থানে কোনরকম বদল কিংবা কারেকশন করা যাবে না, তাই সতর্ক থাকুন।
পরীক্ষার ধরণ :- লিখিত পরীক্ষা নেওয়া হবে। ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের MCQ টেস্ট দিতে হবে। জেনারেল নলেজ, গণিত, বিজ্ঞান এবং সোশ্যাল সাইন্স দিতে হবে। ৯০ মিনিটের পরীক্ষা হবে।
শিক্ষাগত যোগ্যতা:- অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া উচ্চশিক্ষা অগ্রগণ্য।
বয়স :- বয়স হতে হবে ৩৫ এর মধ্যে। সরকারি খাতে সুযোগ থাকবে।