চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। এবার কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ সংস্থায় একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেও চাকরির জন্য আবেদন করা যাবে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভাগে ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর, স্ট্যাটিসটিক্যাল অ্যাসিস্ট্যান্ট-সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিস্তারিতভাবে একাধিক পদে চাকরির ব্যাপারে প্রয়োজনীয় সব তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।
'ডেটা এন্ট্রি অপারেটর' বা DEO পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটারের কাজ জানার দক্ষতা থাকতে হবে। সর্বোচ্চ ২৫ বছর বয়সী চাকরিপ্রার্থীরা আবেদনের যোগ্য। এই পদে চাকরি মিললে মাসে গড়ে বেতন শুরু ১৭ হাজার টাকা থেকে।
আরও চাকরির খবর- রেলের এই চাকরিতে মোটা টাকা বেতন, মাধ্যমিক পাশেই আবেদনের সুযোগ
এছাড়াও 'লোয়ার ডিভিশন ক্লার্ক' বা LDC পদেও কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে স্বীকৃত যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদনকারীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। একইসঙ্গে কম্পিউটারের কাজ জানতে হবে। এক্ষেত্রেও সর্বোচ্চ ২৫ বছর বয়সী চাকরিপ্রার্থীরা আবেদনের যোগ্য। এই পদে চাকরির জন্যও মাসে গড়ে ১৬ হাজার টাকা থেকে বেতন শুরু।
'স্ট্যাটিসটিক্যাল অ্যাসিস্ট্যান্ট' পদেও কর্মী নিয়োগ করবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ এই সংস্থা। এক্ষেত্রে আবেদনকারীদের স্নাতকস্তর উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। এই পদে চাকরি মিললে মাসে গড়ে বেতন শুরু ৩১ হাজার টাকা থেকে।
উপরোক্ত পদগুলি ছাড়াও আরও বেশ কয়েকটি পদে কর্মী নিয়োগ করা হবে। এব্যাপারে বিস্তারিত তথ্য পেতে এই লিংকে ক্লিক করুন- https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/e353c5c2d189b637c4ff5fefcdf29b478b115a8060ac2e8f6ad5980c45767f4f.pdf
আরও চাকরির খবর- H.S পাশেই উচ্চ বেতনের চাকরি! কর্মী নিয়োগ রাজ্যের স্বাস্থ্য বিভাগে
আবেদন পদ্ধতি ও ইন্টারভিউয়ের তারিখ :
উপরোক্ত পদগুলির জন্য অনলাইনে আবেদনের দরকার নেই। ইন্টারভিউয়ের জন্য নির্দিষ্ট আবেদনপত্রটি পূরণ করে খামে ভরে নিন। শিক্ষাগত যোগ্যতা-সহ অন্যান্য প্রমাণপত্রের শংসাপত্র ও আসল কপি সঙ্গে নিয়ে ইন্টারভিউস্থলে পৌঁছে গেলেই হবে। উপরোক্ত একাধিক পদে চাকরির জন্য আগামী ১৮ এপ্রিল ২০২৩ থেকে ২৭ এপ্রিল ২০২৩ পর্যন্ত ইন্টারভিউ চলবে। এব্যাপারে এই লিংকে ক্লিক করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। লিংকটি হল- https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/e353c5c2d189b637c4ff5fefcdf29b478b115a8060ac2e8f6ad5980c45767f4f.pdf