Advertisment

করোনার জের! আইআইটি, আইআইএম পড়ুয়াদের চাকরি বাতিল বিদেশি সংস্থার

হাতে চাকরির প্রস্তাব থাকা স্বত্ত্বেও এবার বাতিল হল সেই চাকরি। এ বছর মার্চ মাসে আইআইটি এবং আইআইএম-এর তরফে চার হাজার পড়ুয়াদের চাকরির নিশ্চয়তা দেওয়া হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা প্রভাব পড়ল দেশের প্রথম সাড়ির শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও।

করোনা প্রভাব পড়ল দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও। হাতে চাকরির প্রস্তাব থাকা স্বত্ত্বেও এবার বাতিল হল সেই চাকরি। এ বছর মার্চ মাসে আইআইটি এবং আইআইএম-এর তরফে চার হাজার পড়ুয়াদের চাকরির নিশ্চয়তা দেওয়া হয়েছিল। উদযাপনও সেভাবেই হত, কিন্তু করোনার নজরে সে সবই আজ বন্ধ।

Advertisment

এই সপ্তাহের শুরু দিকেই আমেরিকার একটি সংস্থা ১১ জন আইআইটি পড়ুয়াদের চাকরির সুযোগ বাতিল করেছেন, আইআইএম কলকাতাইয় বাতিল করেছে ৬ জনের নিশ্চিত চাকরির সুযোগ। দেশের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানগুলির এমন অবস্থায় চিন্তায় পড়েছে স্নাতক স্তরের শিক্ষার্থীরা। এমনিতেই কোভিড-১৯ ভাইরাসের দাপটে বিশ্বের বহু দেশ লকডাউনের পথে। আমেরিকাতেও প্রতি ঘন্টায় পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। লকডাউন হয়েছে ভারত। এরই মাঝে বিদেশি সংস্থাগুলির এমন সিদ্ধান্তে মাথায় হাত আইআইটি, আইআইএম-এর কর্তৃপক্ষের।

আরও পড়ুন: লকডাউনে বাজার আগুন! দাম বৃদ্ধি সবজি এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর

ইতিমধ্যেই আইআইটির প্লেসমেন্ট কমিটি এই বিষয়টি নিয়ে সমস্ত সংস্থার কাছে আবেদন করেছেন। ২০১৯-২০২০ বর্ষের শিক্ষার্থীদের চাকরির সুযোগ যেন তাড়া প্রত্যাখ্যান না করেন সেই আর্জিও জানান হয়েছে। শুক্রবার আইআইটি দিল্লির ডিরেক্টর রামগোপাল রাও সমস্ত রিক্রুটার্সদের কাছে একটি সার্বজনীন আর্জিও জানান। সোশাল মিডিয়াতে তিনি জানান, “আমরা সকলেই বুঝতে পারছি যে একটি কঠিন সময়ের মধ্যে দিয়তে যাচ্ছি আমরা। তবে দয়া করে আপনারা প্রতিশ্রুতি রক্ষা করুন। কয়েক মাস দেরি হলেও অসুবিধা নেই। কিন্তু উজ্জ্বল শিক্ষার্থীদের ভবিষ্যত নষ্ট করবেন না।"

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IIT
Advertisment