Advertisment

RRB Group D Exam 2018: রেকর্ড গড়ল আরআরবি, পরীক্ষার্থী ১.৮৯ কোটি

Indian Railways, RRB Group D Exam 2018: ইতিমধ্যেই শেষ হয়েছে আরআরবি গ্রুপ সি-এর Alp এবং টেকনিশিয়ান পদে নিয়োগের পরীক্ষা। পাশাপাশি শুরু হয়েছে আরআরবি গ্রুপ ডি-এর পরীক্ষাও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

RRB Group C revised result 2018: পিছিয়ে গেল ফলাফলে দিন

RRB Group D Exam 2018: ইতিমধ্যেই শেষ হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) গ্রুপ সি-র Alp এবং টেকনিশিয়ান নিয়োগের পরীক্ষা। পাশাপাশি শুরু হয়েছে আরআরবি গ্রুপ ডি-র পরীক্ষাও। বোর্ডের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার গ্রুপ-ডি-তে ১.৮৯ কোটি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। আর এত সংখ্যক পরীক্ষার্থী রেলওয়ের ইতিহাসে এই প্রথম। লেভেল-১ পদের জন্য আসন ছিল ৬২,৯০৭টি।

Advertisment

আরও পড়ুন: IBPS PO Prelims Result 2018: আইবিপিএস পিলিমিনারির ফলাফল জানতে চোখ রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে

মোট ৪০০টি কেন্দ্রে হয়েছিল এই পরীক্ষা। পরীক্ষার দিনগুলিতে প্রতিদিন প্রায় ৩ থেকে ৪ লক্ষ পরীক্ষার্থী পরিক্ষায় বসেছেন। সবমিলিয়ে উপস্থিতির হার প্রায় ৬০ শতাংশ। আরআরবি-র পরীক্ষা চলবে প্রায় ৫১ দিন ধরে। পরীক্ষা শুরু হয়েছে সেপ্টেম্বরে এবং শেষ হবে ডিসেম্বরে। এ বিষয়ে বোর্ডের ওয়েবসাইটে অফিসিয়াল রিলিজে সব তথ্য বিশদে রয়েছে।

কড়া নিরাপত্তা জারি রাখতে এবং পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারেন, সে জন্য বোর্ডের তরফ থেকে প্রতিটি পরীক্ষার হলে সিসিটিভি বসানো হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষক ছাড়াও নজরদারির জন্য রাখা হয়েছে ফ্লাইং স্কোয়াডও। যাতে প্রার্থীরা কোনও রকম অসদুপায় অবলম্বন করতে না পারে তাই এই অতিরিক্ত ব্যবস্থা। এর পাশাপাশি, পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে কোনও সমস্যা না হয়, তাই অ্যাডমিটকার্ডের সঙ্গেই গুগল ম্যাপের লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ৫ই নভেম্বর প্রকাশিত হতে পারে Group C ALP এবং টেকনিশিয়ান-এর ফলাফল

গ্রুপ সি এবং গ্রুপ ডি- এর সমস্ত পরীক্ষার্থী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় দেড় কোটিরও বেশি।

Read the full story in English

চাকরি সংক্রান্ত সমস্ত খবরের জন্য এখানে  ক্লিক করুন

Advertisment