এখনও দেশে করোনা নির্মূল হয়নি। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রে লোকাল ট্রেন চালু হলেও দেশের সব জায়গায় এক পরিস্থিতি নয়। পরীক্ষার কেন্দ্র যদি দূরে হয় তাহলে চরম ভোগান্তির মুখে পড়তে হতে পারে চাকরি প্রার্থীদের। এই কোভিড পরিস্থিতির কথা ভেবেই তাই স্টাফ সিলেকশন কমিশন (SSC) কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (CGL) Tier-III ২০১৮-এর প্রবেশিকা পরীক্ষার কেন্দ্র বদলের সিদ্ধান্ত নিয়েছে।
চাকরিপ্রার্থী তাঁদের পছন্দমত সেন্টার নিতে পারবেন যেটা তাঁদের সুবিধা হয়। ২৯ নভেম্বর থেকে ডিসেম্বরের ১ তারিখ পর্যন্ত এই আবেদন চলবে। এসএসসি জানিয়েছে, "এসএসসি ওয়েবসাইটে গিয়ে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে প্রার্থীদের তাঁদের নিজস্ব লগ ইন আইডি দিয়ে খুলতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং পরীক্ষার পাসওয়ার্ড দেওয়া রয়েছে।"
তবে প্রার্থীদের নির্দেশিকা খুব খুঁটিয়ে এবং গুরুত্ব নিয়ে পড়তে বলা হয়েছে। কীভাবে পরীক্ষা কেন্দ্র বদল করা যাবে সেই নির্দেশিকা এবং বিস্তারিত তথ্য আগে পড়ে নিয়ে তারপর আবেদন করতে বলা হয়েছে। একবার সেন্টার বদল হলে তা পুনরায় ঠিক করা যাবে না।
ডিসেম্বরের ১৮ এবং ১৯ তারিখ এই পরীক্ষার স্কিল টেস্ট রয়েছে। যেহেতু এই পরীক্ষাটি এই অতিমারী আবহে হচ্ছে তাই অফিসিয়াল নোটিসে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশও দেওয়া হয়েছে। যেমন এই পরীক্ষায় বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা হবে না। তবে থাম্ব ইম্প্রেশন নেওয়া হবে।
Read the story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন