Advertisment

Indian Air Force Recruitment 2018: উচ্চমাধ্যমিক পাশেই মিলবে ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরি

Indian Air Force Recruitment Notification Released: আগামী জানুয়ারি থেকে শুরু হতে চলেছে আবেদন প্রক্রিয়া। গ্রুপ এক্স, গ্রুপ ওয়াই সহ একাধিক ট্রেডে নিয়োগ করবে ইন্ডিয়ান এয়ারফোর্স।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Indian Air Force Recruitment 2018: এয়ারফোর্সে চাকরি করতে চান? জেনে নিন বিস্তারিত?

Indian Air Force Recruitment Notification Released for Group X & Group Y (Airmen): এয়ার ফোর্সে চাকরি করতে চান? তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। উচ্চমাধ্যমিক পাশ করলেই মিলবে চাকরি। আগামী জানুয়ারি থেকে শুরু হতে চলেছে আবেদন প্রক্রিয়া। গ্রুপ এক্স, গ্রুপ ওয়াই সহ একাধিক ট্রেডে নিয়োগ করবে ইন্ডিয়ান এয়ারফোর্স। রইল সেই সংক্রান্ত কিছু প্রয়োজনীয় তথ্য। নিচে দেওয়া তথ্যের বাইরে অন্যান্য বিশদ বিবরণ পাবেন ইন্ডিয়ান এয়ারফোর্সের ওয়েবসাইটে।

Advertisment

শিক্ষাগত যোগ্যতা:

গ্রুপ এক্স: অঙ্ক, ফিজিক্স ও ইংরাজি-তে নূন্যতম ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ বা ইঞ্জিয়ারিং-এ অনলাইনে ড্রপডাউন মেনুতে দেওয়া যে কোনও শাখায়, ৫০ শতাংশ নম্বর সহ ৩ বছরের ডিপ্লোমা পাশ করতে হবে আবেদনকারীকে।

গ্রুপ ওয়াই: যে কোনও স্ট্রিমে ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ করা বাঞ্ছনীয়।

মেডিক্যাল অ্যাসিসটেন্ট: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংরাজি-তে নূন্যতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে।

আরও পড়ুন: South Indian Bank PO Recruitment: প্রোবেশনারি অফিসার নিয়োগ করবে সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক 

বয়স: বয়স হতে হবে ১৫ থেকে ১৮ বছরের মধ্যে। চূড়ান্ত পর্বে নির্বাচিত হলে যোগদানের বয়স হতে হবে ২১ বছরের মধ্যে।

বেতন: ট্রেনিং-এর সময় বেতন হবে ১৪,৬০০ টাকা। চাকরির শুরুতে গ্রুপ এক্স ট্রেডের মূল বেতন ৩৩,১০০ টাকা, গ্রুপ ওয়াই ট্রেডের বেতন ২৬,৯০০ টাকা। সরকারি এবং সামরিক অন্যান্য ভাতা ও সুবিধা রয়েছে।

শারীরিক মাপজোক: উভয় ক্ষেত্রেই নুন্যতম উচ্চতা ১৫২.৫ সেমি। উপযুক্ত ওজন, দৃষ্টিশক্তি, উপযুক্ত শ্রবণ শক্তি, সুস্বাস্থ্য, উপযুক্ত বুকের ছাতি থাকতে হবে। শরীরে ট্যাটু বা উল্কি থাকলে সে ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে।

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রথমে অনলাইন পরীক্ষায় প্রাথমিক প্রার্থী বাছাই হবে। পরীক্ষা হবে ১৮-১৭ মার্চ, ফল প্রকাশিত হওয়ার পর নির্বাচিতদের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার অ্যাডমিড কার্ড আপলোড করা হবে অনলাইনে। চূড়ান্ত ফল প্রকাশিত হবে ২০১৯ এর ৩১ অক্টোবর।

ট্রেনিং: সমস্ত ট্রেডের জন্যই জয়েন্ট বেসিক ফেজ চ্রেনিং হবে কর্নাটকে, সফল হলে ট্রেড ভাগ করে আলাদা ট্রেনিং হবে। এরপর ট্রেড অনুযায়ী নিয়োগ করা হবে।

আবেদন ফি: ২৫০ টাকা। ডেবিট, ক্রেডিট, অনলাইন ব্যাঙ্কিং বা অফলাইনে অ্যাক্সিস ব্যাঙ্কে চালান মারফত ফি জমা দিতে হবে, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি, প্রয়োজনীয় সার্টিফিকেট, মার্কশিট, আধার কার্ড, বুড়ো আঙুলের ছাপ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকেই।

আবেদন পদ্ধতি: আগামী ২ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। বিশদ জানতে ভিজিট করুন নিচের দেওয়া ওয়েবসাইটে https://airmenselection.cdac.in/CASB/
https://www.careerindianairforce.cdac.in/

চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন

indian air force
Advertisment