Advertisment

Indian Army Mega Recruitment 2019: ভারতীয় সেনার মেগা নিয়োগ সমাবেশ

Indian Army Recruitment Rally to Begin from March to April: সমাবেশেই ভারতীয় সেনায় যোগ দিতে চান, এমন প্রার্থীদের শারীরিক শক্তির পরীক্ষা এবং মেডিকেল টেস্ট করা হবে। বাছাই করা প্রার্থীদের একটি প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Indian Army Mega Recruitment 2019, Indian Army Jobs 2019

Indian Army Mega Recruitment Rally 2019:

Advertisment

দেশের একাধিক এলাকায় ভারতীয় সেনার মেগা নিয়োগ সমাবেশ শুরু হচ্ছে আগামী মাসেই। অন্ধ্রপ্রদেশ, আসাম, ঝাড়খণ্ড, চেন্নাই, পুদুচেরি, রাজস্থান, নাগাল্যান্ড এবং পাঞ্জাবে নিয়োগ সমাবেশ হবে আগামী মার্চ-এপ্রিল মাস জুড়ে।

সমাবেশেই ভারতীয় সেনায় যোগ দিতে চান, এমন প্রার্থীদের শারীরিক শক্তির পরীক্ষা এবং মেডিকেল টেস্ট করা হবে। বাছাই করা প্রার্থীদের একটি প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে।

এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রার্থীরা অ্যাডমিট কার্ড পাবেন। নিয়োগ সমাবেশের দিন প্রার্থীদের অ্যাডমিট কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক।

যে সমস্ত তারিখ মনে রাখা দরকার

আরও পড়ুন, NITTTR TGT Recruitment 2019: শিক্ষক হতে চান? ৪৫ হাজার টাকা বেতনের চাকরির জন্য আবেদন করুন

সেনা নিয়োগ সমাবেশ সেকেন্দ্রাবাদ- ৩০ মার্চ

সেনা নিয়োগ সমাবেশ রাজস্থান - ২৫ মার্চ

সেনা নিয়োগ সমাবেশ অরুণাচলপ্রদেশ - ৭ মার্চ

সেনা নিয়োগ সমাবেশ ত্রিপুরা- ৭ মার্চ

সেনা নিয়োগ সমাবেশ রাঁচি - ১ লা থেকে ১৫ এপ্রিল

সেনা নিয়োগ সমাবেশ লুধিয়ানা - ১০ থেকে ২০ মার্চ

সেনা নিয়োগ সমাবেশ আসাম - ২ মার্চ থেকে ৯ মার্চ

শিক্ষাগত যোগ্যতা

সাধারণ সেনার জন্য প্রতি বিষয়ে অন্তত ৩৩ শতাংশ এবং মোট নম্বরে অন্তত ৪৫ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি পাশ।

স্টোর কিপার টেকনিকাল পদের জন্য প্রতি বিষয়ে অন্তত ৫০ শতাংশ নম্বর এবং সব মিলিয়ে ৬০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ।

বয়স

প্রার্থীর বয়স হতে হবে সাড়ে ১৭ থেকে ২১ এর মধ্যে।

Read the full story in English

Advertisment