Advertisment

ভারতীয় সেনাবাহিনীতে চাকরির সুযোগ, ট্রেনিং শেষে স্থায়ী পদ

নির্বাচিত প্রার্থীদের দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে ট্রেনিং দেওয়া হবে। ১৪ নভেম্বর এই আবেদন প্রক্রিয়াটি শেষ হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
pakistani army shelling

ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের

ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করার জন্য শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় সেনাবাহিনী। টেকনিক্যাল গ্রাজুয়েট কোর্সের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে ট্রেনিং দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট- joinidanarmy.nic.in এ গিয়ে আবেদন করতে পারবেন।

Advertisment

ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। ১৪ নভেম্বর এই আবেদন প্রক্রিয়াটি শেষ হবে। ট্রেনিং সম্পূর্ন হলে সেনাবাহিনীতে স্থায়ী পদ দেওয়া হবে প্রার্থীদের।

বয়সক্রম:

প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ২০ বছর এবং সর্বোচ্চ ২৭ বছর।

শিক্ষাগত যোগ্যতা:

প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা বাধ্যতামূলক।

কীভাবে আবেদন করবেন?

* সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in এ যান

* হোমপেজে ‘apply/logon’ বাটনটিতে ক্লিক করুন

* এরপর রেজিস্ট্রেশন এ গিয়ে নিজের তথ্য দিয়ে তা যাচাই করুন

* পরবর্তীতে ড্যাশবোর্ডের ‘apply online’ অপশনটিতে যান

* এরপর সমস্ত ফর্ম পূরণ প্রক্রিয়া শেষ করে ‘save and continue’ বাটনে ক্লিক করুন

Read the full story in English

Government Jobs Indian army
Advertisment