Advertisment

দেশের জন্য কাজ করতে চান? জেনে নিন যোগাযোগ করবেন কিভাবে

দেশের হয়ে কাজ করার কথা ভেবেছেন অনেকদিন ধরেই. তবেই সুযোগ হয়ে ওঠেনি। এই যদি হয় আপনার ইচ্ছে তবে এবার আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
army5

সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, জেসিও এবং জওয়ানদের এমএসপি ৫,২০০ টাকা এবং অফিসারদের ক্ষেত্রে ১৫,৫০০ টাকা।

দেশের হয়ে কাজ করার কথা ভেবেছেন অনেকদিন ধরেই, তবে সুযোগ খুঁজছেন? এই যদি হয় আপনার ইচ্ছে তবে এবার আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। বিই, বিটেক কোর্স করিয়ে ৯০ জন তরুণ অফিসার নেবে ভারতীয় সেনাবাহিনী। তবে এ ক্ষেত্রে শুধুমাত্র অবিবাহিত পুরুষ প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

Advertisment

শিক্ষাগত যোগ্যতা: পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং অংক ইত্যাদি বিষয় নিয়ে অর্থাৎ বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক বা তার সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি অন্তত ৭০ শতাংশ নম্বর থাকতে হবে।

আরও পড়ুন: RRB Group D Exam 2018: রেকর্ড গড়ল আরআরবি, পরীক্ষার্থী ১.৮৯ কোটি

আবেদন পদ্ধতি: পদটিতে আবেদনের জন্য অনলাইনে প্রার্থীরা আবেদন জানাতে পারবেন www.joinindianarmy.nic.in ওয়েবসাইটটির মাধ্যমে। সঠিক পদ্ধতিতে আবেদন করে সম্পূর্ণ করার পরই রোল নম্বর মিলবে। সেটি নিজের কাছে রাখুন। ভারতীয় প্রার্থী ছাড়াও পদটির জন্য আবেদন জানাতে পারবেন ভুটান, নেপাল এবং তিব্বতের প্রার্থীরা। ২৯ অক্টোবর, ২০১৮ থেকে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া, অনলাইন আবেদন করার শেষ তারিখ ২৭ নভেম্বর, ২০১৮৷ ট্রেনিং প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত প্রার্থীরা বিয়ে করতে পারবেন না।

মোট শূন্যপদ: ৯০টি, তবে ট্রেনিংয়ের ওপর নির্ভর করে এই সংখ্যার পরিবর্তন হতে পারে।

বয়সসীমা: কোর্স শুরুর মাসের ১ তারিখ হিসাবে বয়স হতে হবে ১৬+ থেকে ১৯ বছরের মধ্যে।

শারীরিক পরীক্ষা: প্রার্থীকে শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে। বাইনোকুলার ভিশন অর্থাৎ দু চোখে আলাদা আলাদা ভাবে দেখার সমান ক্ষমতা থাকা চাই। এছাড়াও এ বিষয়ে বিস্তারিত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে।

ট্রেনিং: মোট পাঁচ বছরের ট্রেনিং হবে। প্রথমে এক বছরের ট্রেনিং এবং তারপর চার বছরের ট্রেনিং। ট্রেনিং শেষে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী দেওয়া হবে। ট্রেনিং-এর বইপত্র সহ সমস্ত খরচ সরকার বহন করবে। টেকনিক্যাল ট্রেনিংটি হবে দুটি পর্যায়ে। প্রথম পর্বের ট্রেনিংটি থাকছে ১-৩ বছরের এবং দ্বিতীয় পর্বেরটি থাকছে এক বছরের জন্য৷ কিন্তু কীভাবে আবেদন জানাবেন পদটির জন্য?

আরও পড়ুন: IBPS PO Prelims Result 2018: আইবিপিএস প্রিলিমিনারির ফলাফল জানতে চোখ রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে

স্টাইপেন্ড বেতন: ট্রেনিং চলাকালীন তৃতীয় বছরের পর ৫৬,৫০০ টাকা স্টাইপেন্ড বেতন দেওয়া হবে। চার বছর পর লেফ্টেন্যান্ট পদের অনুযায়ী বেতন, পরে পদোন্নতি হলে সেইমত বেতন ও অন্যান্য ভাতা বাড়বে। লেফটেন্যান্ট পে ব্যান্ড-১০ অনুযায়ী পে স্কেল ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা, ক্যাপ্টেন পদের পে ব্যান্ড-১০বি অনুযায়ী পে স্কেল ৬১,৩০০ থেকে ১,৯৩,৯০০ টাকা। মিলিটারি পে মাসে ১৫,৫০০ টাকা।

চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন

Indian army
Advertisment