Indian Army women recruitment 2019: সেনাবাহিনীর সামরিক পদে যোগ দিতে মহিলাদের আহ্বান জানাল ভারতীয় সেনাবাহিনী। তাদের অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৫ এপ্রিল ২০১৯ থেকে চলবে ৮ জুন ২০১৯ অবধি। কমন এন্ট্রান্স পরীক্ষা (সিইই)-র মাধ্যমে ১৭০০টি শূন্যপদে নিয়োগ করা হবে।
দুটি পরীক্ষার মধ্য দিয়ে প্রার্থী নির্বাচন করা হবে। প্রথমটি একটি কমন এন্ট্রান্স টেস্ট এবং উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে ফিজিক্যাল এন্ডুয়ারেন্স টেস্ট দিতে হবে। এই পরীক্ষার মাধ্যমে মোট ১৭০০টি শূন্যপদে নিয়োগ করা হবে।
আরও চাকরির খবর পড়ুন
শিক্ষাগত যোগ্যতা
নূন্যতম দশম শ্রেণী পাশ হতে হবে এবং দশম শ্রেণীতে ৪৫% নম্বর নিয়ে উত্তীর্ণ প্রার্থীরাই আবেদন করতে পারবে।
বয়সসীমা
১৭ বছর থেকে ২১ বছর অবধি বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আরও পড়ুন বার্ষিক বেতন ১৮ লাখ, শীঘ্রই বন্ধ হতে চলেছে আবেদন প্রক্রিয়া
প্রয়োজনীয় নথি
ফোটোগ্রাফ
অ্যাডমিট কার্ড
এডুকেশন সার্টিফিকেট
এনসিসি সার্টিফিকেট
ডোমিসাইল সার্টিফিকেট
রিলিজিওন সার্টিফিকেট
ক্যারেক্টার সার্টিফিকেট
কাস্ট সার্টিফিকেট
রিলেশনশিপ সার্টিফিকেট
ফিজিক্যাল টেস্টের জন্য প্রয়োজনীয় পরীক্ষা
প্রার্থীদের কমপক্ষে ১৪২ সেন্টিমিটার উচ্চতা এবং আনুপাতিক ওজন থাকা আবশ্যক।
কিভাবে আবেদন করবেন?
১। ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in এ যেতে হবে
২। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে
৩। পরবর্তীতে প্রয়োজনীয় নথি এবং ফটোগ্রাফ দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে।
বিস্তারিত জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট- joinindianarmy.gov.in.
Read the full story in English