Advertisment

ভারতীয় কোস্টগার্ডে একাধিক শূন্যপদে নাবিক নিয়োগ

ভারতীয় কোস্টগার্ডে ১০+২ এন্ট্রি স্কিমে ০২/২০১৯ ব্যাচে ট্রেনিং দিয়ে কিছু নাবিক (জেনারেল ডিউটি) নিয়োগ করা হবে। যোগ্যতা অনুযায়ী যে কোনও ভারতীয় পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারতীয় কোস্টগার্ডে ১০+২ এন্ট্রি স্কিমে ০২/২০১৯ ব্যাচে ট্রেনিং দিয়ে কিছু নাবিক (জেনারেল ডিউটি) নিয়োগ করা হবে। নীচের যোগ্যতার যেকোনও ভারতীয় পুরুষরা আবেদনের যোগ্য। আবেদন সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

Advertisment

শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম ৫০ শতাংশ নম্বর সহ ম্যাথমেটিক্স ও ফিজিক্স নিয়ে উচ্চমাধ্যমিক (১০+২) বা সমতুল পাশ তপশিলি প্রার্থীরা এবং জাতীয় আন্তঃরাজ্য স্তরের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধীকারী খেলোয়াড়রা নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় পাবেন।

বয়স: নূন্যতম বয়সসীমা ১৮ বছর এবং বয়সের উর্ধ্বসীমা ২২ বছর, জন্মতারিখ ১ অগাস্ট ১৯৯৭ থেকে ৩১ জুলাই ২০০১-এর মধ্যে হতে হবে। বয়সের উর্ধ্বসীমায় তপশিলিরা ৫ বছর ও ওবিসিরা ৩ বছরের ছাড় পাবেন।

আরও পড়ুন: NVS Recruitment 2019: ২৫১টি শূন্য আসনে নিয়োগ করবে নবোদয় বিদ্যালয় সমিতি

দৈহিক মাপজোক: নূন্যতম উচ্চতা হতে হবে ১৫৭ সেমি। পার্বত্য অঞ্চলের বাসিন্দারা নিয়ম অনুযায়ী উচ্চতায় ছাড় পাবেন। উচ্চতার সঙ্গে ওজন সামঞ্জস্যপূর্ণ হতে হবে। বুকের ছাতি ৫ সেন্টিমিটার পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকত হবে। চোখের দৃষ্টিমান হতে হবে ৬/৬ (ভাল চোখে) ৬/৯ (খারাপ চোখে)। উপযুক্ত শ্রবণ শক্তি থাকতে হবে। শরীরে স্থায়ী ট্যাটু থাকলে সে বিষয়ে নিষেধাজ্ঞা আছে। বিস্তারিত জানুন ওয়েবসাইট থেকে।

বেতনক্রম: পে লেভেল ৩ অনুযায়ী শুরুর বেসিক পে ২১,৭০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা রয়েছে।

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রথমে দরখাস্তের মূল্যায়নের ভিত্তিতে প্রার্থী বাছাই হবে, এরপর লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে আগামী মার্চ/এপ্রিল নাগাদ। লিখিত পরীক্ষায় সফল হলে ফিজিক্যাল ফিটনেস টেস্ট এবং মেডিক্যাল টেস্ট। সফলদের ট্রেনিং শুরু হবে জুলাই/ আগস্ট ২০১৯ নাগাদ

আবেদনের পদ্ধতি: www.joinindiancoastguard.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। উপরের ওয়েবসাইটে গিয়ে Opportunitiesলেখা জায়গায় ক্লিক করতে হবে। ওয়েবসাইটে দেওয়া নির্দেশমতো ফর্ম ভরতে হবে। অনলাইনে আবেদন করা যাবে ২১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। বাকি সমস্ত বিস্তারিত তথ্য পেতে দেখে নিন অফিসিয়াল ওয়েবসাইট।

Government Jobs
Advertisment