Advertisment

ভারতীয় নৌসেনায় আবেদনের শেষ তারিখ ৩০ ডিসেম্বর

এর আগেও একাধিক পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় নৌসেনা। নাবিক এবং পদে আবেদনের জন্য ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা ভিজিট করুন ভারতীয় নৌসেনার ফিসিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Indian Navy recruitment 2018: ভারতীয় নৌসেনায় সিনিয়র সেকেন্ডারি রিক্রুট (SSR), ম্যাট্রিক রিক্রুট (MR), এবং মিউজিসিয়ান (MUS), স্পোর্টস এন্ট্রি অ্যান্ড আর্টিফিসার অ্যাপ্রেন্টিস (AA) এবং অন্যান্য পদে আবেদনের শেষ তারিখ ৩০ ডিসেম্বর, ২০১৮। শেষ মুহূর্তের আবেদন প্রক্রিয়া সেরে ফেলুন আজই।

Advertisment

এর আগেও একাধিক পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় নৌ সেনা। নাবিক এবং অন্যান্য পদে আবেদনের জন্য ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা দেখে নিন ভারতীয় নৌসেনার অফিসিয়াল ওয়েবসাইট www.joinindiannavy.gov.in

আরও পড়ুন: Air India Recruitment 2018: এয়ার ইন্ডিয়ায় চাকরির জন্য যোগাযোগ করুন আজই

Indian Navy recruitment 2018: চাকরি সংক্রান্ত বিস্তারিত

মোট শূন্যপদ: ৩,৪০০

বাছাই পদ্ধতি

প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষায় বসতে হবে। এরপর শর্টলিস্টেড প্রার্থীদের ফিজিক্যাল এবং মেডিক্যাল টেস্টের পর INHS অশ্বিনী জাহাজে চূড়ান্ত পর্যায়ের স্ক্রিনিং এবং মেডিক্যাল এনরোলমেন্টের জন্য ডাকা হবে।

শারীরিকভাবে সুস্থ প্রার্থীদেরই শুধুমাত্র চাকরির জন্য নির্বাচন করা হবে। তবে এক্ষেত্রে কোনও প্রার্থী চাইলে INHS Kalyani, Visakhapatnam-এ রিপোর্টে চ্যালেঞ্জ করতে পারেন ২১ দিনের মধ্যে।

পরীক্ষার ধরন
দ্বিভাষিক (হিন্দি ও ইংরাজি) অবজেকটিভ টাইপ পরীক্ষা হবে। প্রশ্ন পত্রে চারটি বিভাগ থাকবে - ইংরাজি, বিজ্ঞান, অঙ্ক এবং সাধারণ জ্ঞান। পরীক্ষার জন্য ৬০ মিনিট অর্থাৎ ১ ঘণ্টা সময় পাবেন প্রার্থীরা। সমস্ত বিভাগেই পাশ করতে হবে তাঁদের।

আবেদন প্রক্রিয়া
আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারেন। কিংবা ডাকেও আবেদন পত্র পাঠাতে পারেন এই ঠিকানায় - The Commanding Officer, (for Director of Music), INS Kunjali, Colaba, Mumbai

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, স্পিড পোস্ট বা কুরিয়রে পাঠানো যেকোনও আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। প্রার্থীরা কেবলমাত্র সাধারণ ডাকেই অফলাইনে ফিলআপ করা আবেদন পত্র পাঠাতে পারবেন।

Read the full story in English

Government Jobs
Advertisment