Advertisment

Indian Navy jobs: ৫০০টি শূন্য পদে কর্মী নিয়োগ করবে ভারতীয় নৌসেনা

লিখিত পরীক্ষার পর ফিজিকাল ফিটনেস টেস্ট, মেডিক্যাল পরীক্ষা নেওয়া হবে আবেদনকারীর। উল্লেখিত সমস্ত ধাপে উত্তীর্ণ হলে তবেই সেই প্রার্থীকে নিয়োগ করা হবে। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নেভিতে চাকরি করতে চান? জেনে নিন আবেদন করবেন কীভাবে।

Indian Navy recruitment: ৫০০ টি শূন্য় পদে sailors for senior secondary recruit (SSR), sailors for martic recruit (MR) এবং artificer apprentice (AA) নিয়োগ করবে ইন্ডিয়ান নেভি।

Advertisment

অনলাইন পরীক্ষার ভিত্তিতে প্রার্থী বাছাই হবে। আগামী বছর ফেব্রুয়ারি হবে এই পরীক্ষা এবং পরীক্ষার একমাসের মধ্যেই ফলাফল প্রকাশ করবে ইন্ডিয়ান নেভি। লিখিত পরীক্ষার পর, ফিজিক্যাল ফিটনেস টেস্ট, মেডিক্যাল পরীক্ষা নেওয়া হবে আবেদনকারীর। উল্লেখিত সমস্ত ধাপে উত্তির্ণ হলে তবেই সেই প্রার্থীকে নেওয়া হবে। নির্বাচিত প্রার্থীর ট্রেনিং শুরু হবে ২০১৯-এর অগাস্ট থেকে।

আরও পড়ুন: Indian Air Force Recruitment 2018: উচ্চমাধ্যমিক পাশেই মিলবে ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরি

প্রয়োজনীয় তারিখ
আবেদন প্রক্রিয়া শুরু হবে – ১৪ ডিসেম্বর, ২০১৮
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ – ৩০ ডিসেম্বর, ২০১৮
অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে – জানুয়ারী ২০১৯
পরীক্ষার তারিখ – ফেব্রুয়ারি ২০১৯

শিক্ষাগত যোগ্যতা: অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে আবেদনকারীকে। পাশাপাশি অঙ্ক, ফিজিক্স থাকতে হবে কম্পালসারি বিষয় হিসেবে, এ ছাড়াও কেমিস্ট্রি/বায়োলজি/কম্পিউটার সাইন্সের মধ্যে যেকোনও একটি বিষয় থাকা বাঞ্চনীয়।

বয়সসীমা: প্রার্থীর বয়স হতে হবে অন্তত ১৭ বছর এবং বয়সের উর্ধ্বসীমা ২০ বছর।

বেতন: ট্রেনিং চলাকলীন প্রতি মাসে ১৪,০০০ টাকা দেওয়া হবে। সফলভাবে ট্রেনিং সম্পূর্ণ করার পর ৫২,০০০-৬২,০০০ টাকা দেওয়া হবে পদ অনুযায়ী, এ ছাড়াও মাসিক DA ইত্যাদি রয়েছে।

পরীক্ষার ধরন

কম্পিউটার বেসড পরীক্ষা: মোট ১০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর করে। দ্বিভাষিক পরীক্ষা হবে এটি, হিন্দি বা ইংরাজি যেকোনও একটি ভাষা বাছতে পারবেন পরীক্ষার্থীরা। দ্বাদশ শ্রেণির সিলেবাসের নিরিখেই (ইংরাজি, বিজ্ঞান, অঙ্ক এবং জেনারেল নলেজ) MCQ প্রশ্ন তৈরি করা হবে।  প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে নেগেটিভ মার্কিং হবে।

ফিটনেস টেস্ট: সাত মিনিটে ১.৬ কিলোমিটার দৌড়াতে হবে প্রার্থীতে। সঙ্গে ২০টি স্কোয়াট এবং ১০টি পুশ-আপ।

জানুন আবেদন করবেন কীভাবে

Step 1 – অফিসিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in-এ ভিজিট করুন

Step 2 – হোম পেজের নিচের দিকে ‘apply online’ লেখা লিঙ্কে ক্লিক করুন

Step 3 – যাঁরা প্রথমবার আবেদন করছেন তাঁদের রেজিস্ট্রেশন করতে হবে

Step 4 – যাঁরা আগে রেজিস্ট্রেশন করেছেন তাঁরা সরাসরি লগইন করুন

Step 5 – রিক্রুটমেন্ট ফর্ম ভরুন এবং আবেদন করুন

প্রসঙ্গত, এখনও লিঙ্কটি অ্যাক্টিভেট হয়নি, আবেদন প্রক্রিয়া শুরু হলে তবেই লিঙ্কটি কাজ করবে।

Read the full Story in English

চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন

Government Jobs
Advertisment