ভারতীয় নৌবাহিনীর শর্ট সার্ভিস কমিশন এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ চলছে। যারা আদতেই নৌসেনায় নিযুক্ত হতে ইচ্ছুক তারা অফিসিয়াল ওয়েবসাইট Joinindiannavy.gov.in আবেদন করতে পারবেন। জানা গিয়েছে এই আবেদনের পরিপ্রেক্ষিতে যারা সুযোগ পাবেন তাদের ইন্ডিয়ান নেভাল একাডেমি কেরালা স্পেশ্যাল নেভাল ওরিয়েন্টেশন কোর্সের ৫০ টি পদে নিয়োজিত থাকবেন।
কতদিন পর্যন্ত আবেদন করা যাবে?
আবেদন করা যাবে ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ পর্যন্ত। তাই যারা ইচ্ছুক, তারা দেরি না করে অবধারিত যোগাযোগ করুন।
কারা আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে ?
দশম অথবা দ্বাদশ শ্রেণীতে ইংরেজিতে নূন্যতম ৬০% নম্বর
নিম্নোক্ত শিক্ষাগত যোগ্যতার যেকোনও একটিতে সমগ্র ৬০% নম্বর হতে হবে। তার মধ্যে MSC / BE / BTECH / MTECH / অথবা MCA BCA এবং BSC এগুলিকে ধার্য করা হয়েছে।
প্রার্থীর জন্ম হতে হবে ১৯৯৭ এর ২ জুলাই থেকে ২০০৩ এর ১লা জানুয়ারির মধ্যে।
কীভাবে নির্বাচন করা হবে ?
প্রতিবার এই পদের জন্য INET এর তরফে পরীক্ষার আয়োজন করা হয়। তবে এবার করোনা মহামারী কে নজরে রেখেই SSB প্রার্থী নির্বাচনে শুধুই নম্বরের বিবেচনা করা হচ্ছে। অন্তর্ভুক্তির জন্য চূড়ান্ত মেধা তালিকা ssb নম্বরের ভিত্তিতে প্রকাশ করা হবে। শুধু তাই নয়, মেডিক্যাল পরীক্ষায় যারা উপযুক্ত বলে ঘোষিত হবেন, তারাই সুযোগ অনুযায়ী প্রতি পদে নিযুক্ত হবেন।