Advertisment

৩০০০ কর্মী নিয়োগ করবে ভারতীয় নৌসেনা

সেলর হিসাবে ৩০০০ কর্মী নিয়োগ করবে ভারতীয় নৌসেনা। নিয়োগ করা হবে দুটি স্কিমে। আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নাবিক হিসাবে ৩০০০ তরুণ নিয়োগ করবে ভারতীয় নৌসেনা। কর্মী নিয়োগ করা হবে দুটি স্কিমে। আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। এ সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য মিলবে অফিসিয়াল ওয়েবসাইটে।

Advertisment

১. ৫০০ সেলর-আর্টিফাইসার অ্যাপ্রেন্টিস (এএ); ২. ২৫০০ সেলর-সিনিয়র সেকেন্ডারি কিক্রুটস (এসএসআর)। আগামী বছর অগাস্টে ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে।

আর্টিফাইসার অ্যাপ্রেন্টিস (এএ) পদের বেতন: ট্রেনিং-এর সময় প্রতিমাসে ১৪,৬০০ টাকা স্টাইপেন্ড, ট্রেনিং শেষে মূল বেতন ২১,৭০০-৬৯,১০০ টাকা। সঙ্গে এমএসপি ৫,২০০ টাকা, 'এক্স' গ্রুপ পে ৬,২০০ টাকা, ও ডিএ। সামরিক চাকরির অন্যান্য সুযোগ সুবিধাও মিলবে। এছাড়াও পদ বাড়লে বেতনও বাড়ানো হবে।

আরও পড়ুন: Indian Navy Recruitment 2018: মাধ্যমিক পাশ-দের জন্য ৪০০টি শূন্যপদ নৌসেনায়

শিক্ষাগত যোগ্যতা: ৬০ শতাংশ নম্বর পেয়ে দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে। অঙ্ক এবং ফিজিক্স বিষয় দুটি বাধ্যতামূলক, সেইসঙ্গে কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সাইন্সের মধ্যে যেকোনও একটি বিষয় থাকতে হবে।

বয়সসীমা: সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৬ থেকে ১৮ বছরের মধ্যে।

শারীরিক মাপজোক: নূন্যতম উচ্চতা দরকার ১৫৭ সেন্টিমিটার। শারীরিক বা মানসিক কোনও ত্রুটি থাকলে আবেদন করা যাবে না। এ বিষয় বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিন।

নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতা পরীক্ষা, ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আবেদন করতে হবে www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে গিয়ে।

আবেদনের সময়সীমা ১৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। আবেদন ফি ২৫০ টাকা। অনলাইন এবং অফলাইন দু'ভাবেই টাকা জমা দেওয়া যাবে। তপশিলি প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।  তবেএক্ষেত্রে তাঁদের জন্য় কোনও সংরক্ষিত আসনও নেই।

এই চাকরি সংক্রান্ত বিস্তারিত জানুন এই লিঙ্ক থেকে, www.joinindiannavy.gov.in। দেশের যে কোনও কমন সার্ভিস সেন্টার থেকে ৬০ টাকা সহ সার্ভিস ট্যাক্স দিয়ে দরখাস্ত আপলোড করতে পারেন।

চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন

Advertisment