ভারতীয় নৌসেনায় চাকরি করতে চান? জেনে নিন বিস্তারিত

এগজিকিউটিভ ব্রাঞ্চ, জেনারেল সার্ভিস, টেকনিক্যাল ব্রাঞ্চ, ইলেক্ট্রিক্যাল ব্রাঞ্চের যোগ্যতার বিস্তারিত বিবরণ জানুন ভারতীয় নৌবাহিনীর ওয়েবসাইট থেকে।

এগজিকিউটিভ ব্রাঞ্চ, জেনারেল সার্ভিস, টেকনিক্যাল ব্রাঞ্চ, ইলেক্ট্রিক্যাল ব্রাঞ্চের যোগ্যতার বিস্তারিত বিবরণ জানুন ভারতীয় নৌবাহিনীর ওয়েবসাইট থেকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Indian Navy Recruitment 2019

ন্যাভাল আর্মামেন্ট ইনস্পেক্টরেট ক্যাডার এবং শর্ট সার্ভিস কমিশনে অবিবাহিত তরুণদের এগজিকিউটিভ ও টেকনিক্যাল ক্যাডারে নিয়োগ করা হবে। ৬০ শতাংশ নম্বর সহ বিই/বিটেক পাশ হলে নিচের যেকোনও একটি শাখায় আবেদন করা যাবে।

Advertisment

যোগ্যতা: এগজিকিউটিভ ব্রাঞ্চ, জেনারেল সার্ভিস, টেকনিক্যাল ব্রাঞ্চ, ইলেক্ট্রিক্যাল ব্রাঞ্চের যোগ্যতার বিস্তারিত বিবরণ জানুন ভারতীয় নৌ-সেনার ওয়েবসাইট থেকে।

বয়স: ২ জানুয়ারি ১৯৯৫ থেকে ১ জুলাই ২০০০-এর মধ্যে জন্মতারিখ হতে হবে।

আরও পড়ুন:  ২২৯ টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে BHEL

Advertisment

শারীরিক মাপজোক: উচ্চতা হতে হবে অন্তত ১৫৭ সেন্টিমিটার। গোর্খা, নেপালি, অসমিয়া, গাড়োয়ালি, কুমাওনি, উত্তরাখন্ড ও উত্তর-পূর্বাঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে ১৫২ সেন্টিমিটার। দৃষ্টিশক্তি: এগজিকিউটিভ (জিএস/হাইড্রা) চশমা ছাড়া ও চশমা পরে ৬/৬। টেকনিক্যাল (জেনারেল সায়েন্স) চশমা ছাড়া ও চশমা পরে ৬/২৪ ও ৬/৬। এগজিকিউটিভ (এনএআইসি) চশমা ছাড়া ও চশমা পরে ৬/৬০ ও ৬/৬।

শূন্যপদ: এগজিকিউটিভ ব্রাঞ্চ: ন্যাভাল অ্যার্মামেন্ট ইনস্পেকশন ক্যাডার (এনএআইসি): শূন্যপদ ১২। জেনারেল সার্ভিস (জিএস)/ হাইড্রোগ্রাফি ক্যাডার: ২০ (২৭টি জেনারেল সার্ভিস ৩টি হাইড্রোগ্রাফি ক্যাডার) টেকনিক্যাল ব্রাঞ্চ (জেনারেল সার্ভিস): শূন্যপদ ২৮। ইলেক্ট্রিক্যাল ব্রাঞ্চ (জেনারেল সার্ভিস): শূন্যপদ ৩২।

আবেদনের পদ্ধতি: www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা বাঞ্ছনীয়। অনলাইনে আবেদন শুরু হবে ১২ জানুয়ারি থেকে। আবেদনের শেষ তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৯। এই সংক্রান্ত কোনও জিজ্ঞাসা থাকলে ফোন করতে পারেন ১৮০০-৪১৯-২৯২৯ টোল ফ্রি নম্বরে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানুন উপরে দেওয়া ওয়েবসাইট থেকে।

চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন

Government Jobs