Indian Navy recruitment notification released for steward, chef and hygienists: ৪০০টি শূন্যপদে স্টুয়ার্ড, শেফ, হাইজিনিস্ট নিযোগ করবে ভারতীয় নৌ-সেনা। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ। আবেদন শুরু হবে আগামী ১৪ ডিসেম্বর থেকে। রইল এ সংক্রান্ত কিছু তথ্য। জেনে নিন আবেদন করবেন কীভাবে।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ।
বয়সসীমা: ১৬ থেকে ২০-র মধ্যে হতে হবে আবেদনকারীর বয়স।
আরও পড়ুন: Indian Navy jobs: ৫০০টি শূন্য পদে কর্মী নিয়োগ করবে ভারতীয় নৌসেনা
বেতনক্রম: ট্রেনিং চলাকলীন প্রতিমাসে ১৪,৬০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। ট্রেনিং শেষে বেতনক্রম হবে ২১,৭০০-৬৯,১০০ টাকা। সঙ্গে ৫,২০০ টাকা মিলিটারি সার্ভিস পে এবং ডিএ। পদোন্নতি হলে বেতন বাড়বে।
প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতা পরীক্ষা এবং ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে ৫০ নম্বরের (দুটি পেপার)। প্রতিটি বিভাগে সফল হতে হবে। নেগেটিভ মার্কিং রয়েছে। পরীক্ষার সিলেবাস মিলবে ওয়েবসাইটেই। অ্যাডমিট কার্ড মিলবে ২০১৯-এর জানুয়ারি থেকে, পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে। লেখা সহ অন্যান্য পরীক্ষার পর চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ২২ অগাস্ট, ২০১৯।
শারীরিক মাপজোক: খেলাধূলা, সাঁতার ও পাঠ্যাতিরিক্ত ক্রিয়াকলাপে দক্ষতা থাকা বাঞ্ছনীয়। নূন্যতম উচ্চতা ১৫৭ সেমি। সঙ্গে উপযুক্ত বুকের ছাতি, ওজন থাকতে হবে। কোনওরকম শারীরিক বা মানসিক ত্রুটি থাকলে আবেদন করা যাবে না। স্টুয়ার্ড ও শেফ পদের জন্য চশমা ছাড়া দূরের দৃষ্টিশক্তি হবে। বর্ণান্ধ বা রাতকানা হলে আবেদন করা যাবে না।
ট্রেনিং: প্রশিক্ষণ শুরু হবে অক্টোবর ২০১৯ থেকে। ১৫ সপ্তাহের বেসিক ট্রেনিং হবে নৌসেনার জাহাজ আইএনএস চিল্কাতে।
পরীক্ষার ফি: নেট ব্যাঙ্কিং বা রুপে ডেবিট, ক্রেডিট, মাস্টার, ভিসা কার্ড, ইউপিআইয়ের মাধ্যমে ২৫০ টাকা দিতে হবে। তপশিলিদের কোনও ফি দিতে হবে না, যদিও তাঁদের জন্য কোনও আসন সংরক্ষণ নেই।
আবেদন পদ্ধতি: www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এরপর ইমেল আইডি ডিয়ে লগ ইন করুন, কারেন্ট অপরচুনিটি (Current Opportunity) লিঙ্কে গিয়ে Apply-তে ক্লিক করুন। রেজিস্ট্রেশনের আগে সমস্ত প্রয়োজনীয় তথ্য নিয়ে রাখুন। এছাড়া আবেদন সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য পাবেন অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনে সম্পূর্ণ করার আগে সমস্ত তথ্য নির্দেশাবলী দেখে নিন, কারণ একবার অ্যাপ্লাই করে দেওয়ার পর তথ্যের কোনও পরিবর্তন করা যাবে না। ফর্ম ভর্তি করে ডাউনলোড করে প্রিন্টআউট নিয়ে রাখুন।
অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন