এবার এক্সিকিউটিভ পোস্টে নয় বরং নন এক্সিকিউটিভ পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়ান অয়েল। দেশের নানা প্রান্তে জুনিয়র অপারেটরের পদে শুরু হয়েছে নিয়োগ। জেনে নিন বিস্তারিত।
মোট শুন্য পদ : ৩৯ টি।
নিয়োগের স্থান : তেলেঙ্গানা, কর্ণাটক এবং তামিলনাড়ু
বেতন দেওয়া হবে : ২৩,০০০ থেকে ৭৫,০০০ এর কাছাকাছি।
পরীক্ষার ধরণ :- অনলাইন মোড অনুসারে পরীক্ষা হবে।
কবে হতে পারে পরীক্ষা? - ২১ শে আগস্ট
কারা করতে পারবেন আবেদন :
- অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
- দ্বাদশ শ্রেণীতে ৪৫% নম্বর থাকতে হবে।
- ভারি গাড়ি চালানোর লাইসেন্স।
- একবছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বিশেষ উল্লেখ্য :- একজন আবেদনকারী একটি রাজ্যের জন্যই আবেদন করতে পারবে।
ফুল টাইম কোর্সের ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবে। লং ডিসটেন্স থেকে শুরু করে করেসপন্ডেন্ট এরা আবেদন করতে পারবে না।
বয়স :- বয়স হতে হবে ১৮ থেকে ২৬ বছর।
কী কী ডকুমেন্ট লাগবে :-
- অবশ্যই সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট।
- তিন মাসের মধ্যে তোলা পাসপোর্ট সাইজ ফটো।
- জন্মের প্রমাণপত্র।
- ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স।
- এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট ( সেলফ ডিক্লারেশন )
- কালো কালিতে করা সই।
- অবশ্যই একটি বৈধ ইমেল এবং ফোন নম্বর রাখতে হবে।
- এক্স সার্ভিস ম্যান এবং অন্যান্য সুযোগ থাকছে।
- সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছার থাকবে।
আবেদনের সাইট : < https://www.iocl.com/PeopleCareers/job.aspx >
আবেদনের শেষ তারিখ: ২৯ শে জুলাই, ২০২২