নন-এক্সিকিউটিভ পদে বিপুল নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, নামমাত্র যোগ্যতায় আবেদন করুন

জেনে নিন আবেদনের খুঁটিনাটি

জেনে নিন আবেদনের খুঁটিনাটি

author-image
IE Bangla Web Desk
New Update
indian oil- job recruitment

জানুন নিয়োগের প্রক্রিয়া

এবার এক্সিকিউটিভ পোস্টে নয় বরং নন এক্সিকিউটিভ পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়ান অয়েল। দেশের নানা প্রান্তে জুনিয়র অপারেটরের পদে শুরু হয়েছে নিয়োগ। জেনে নিন বিস্তারিত।

Advertisment

মোট শুন্য পদ : ৩৯ টি।

নিয়োগের স্থান : তেলেঙ্গানা, কর্ণাটক এবং তামিলনাড়ু

বেতন দেওয়া হবে : ২৩,০০০ থেকে ৭৫,০০০ এর কাছাকাছি।

Advertisment

পরীক্ষার ধরণ :- অনলাইন মোড অনুসারে পরীক্ষা হবে।

কবে হতে পারে পরীক্ষা? - ২১ শে আগস্ট

কারা করতে পারবেন আবেদন :

  • অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
  • দ্বাদশ শ্রেণীতে ৪৫% নম্বর থাকতে হবে।
  • ভারি গাড়ি চালানোর লাইসেন্স।
  • একবছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বিশেষ উল্লেখ্য :- একজন আবেদনকারী একটি রাজ্যের জন্যই আবেদন করতে পারবে।

ফুল টাইম কোর্সের ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবে। লং ডিসটেন্স থেকে শুরু করে করেসপন্ডেন্ট এরা আবেদন করতে পারবে না।

বয়স :- বয়স হতে হবে ১৮ থেকে ২৬ বছর।

কী কী ডকুমেন্ট লাগবে :-

  • অবশ্যই সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট।
  • তিন মাসের মধ্যে তোলা পাসপোর্ট সাইজ ফটো।
  • জন্মের প্রমাণপত্র।
  • ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স।
  • এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।
  • কাস্ট সার্টিফিকেট ( সেলফ ডিক্লারেশন )
  • কালো কালিতে করা সই।
  • অবশ্যই একটি বৈধ ইমেল এবং ফোন নম্বর রাখতে হবে।
  • এক্স সার্ভিস ম্যান এবং অন্যান্য সুযোগ থাকছে।
  • সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছার থাকবে।

আবেদনের সাইট : < https://www.iocl.com/PeopleCareers/job.aspx >

আবেদনের শেষ তারিখ: ২৯ শে জুলাই, ২০২২

Government Jobs Recruitment India Government Indian Oil