ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে শুরু হয়েছে নিয়োগ। শোধনাগার বিভাগে মেডিক্যাল অফিসার নিয়োগের কর্মসূচি শুরু হয়েছে। অফিসিয়াল নোটিশে জানানো হয়েছে কাজের প্রতি ডেডিকেশন এবং প্যাশন থাকলে তারাই যেন এই কাজে আবেদন করেন। ভিন্ন ভিন্ন পোস্টের জন্য নিয়োগ চলবে। সিনিয়র মেডিক্যাল অফিসার পোস্ট ৩৫টি এবং এডিশনাল চিফ মেডিক্যাল অফিসারের পোস্ট ৮টি। জেনে নিন বিস্তারিত।
সিনিয়র মেডিক্যাল অফিসার: দেশের বিভিন্ন এলাকায় পোস্টিং থাকবে। নির্দিষ্ট করে চাকরির পর জানিয়ে দেওয়া হবে।
আবশ্যিক যোগ্যতা:-
জেনারেল সার্জেন থেকে গাইনোলজিস্ট, জেনারেল ফিজিশিয়ান, পেডিয়াট্রিক, অর্থোপেডিক অ্যনাস্থেসিস্ট, ENT, রেডিওলজি - প্রতিটি পোস্টের জন্য আলাদা অভিজ্ঞতার প্রয়োজন। তবে বেশিদিন কাজের অভিজ্ঞতা থাকলে ভাল।
MBBS সহ চার বছরের অভিজ্ঞতা।
বয়স :- ৩৫ বছর।
অ্যাডিশনাল চিফ মেডিক্যাল অফিসার: দেশের নানান রিজিয়নে পোস্টিং হতে পারে।
আবশ্যিক যোগ্যতা:- এই পদের জন্য প্রয়োজন, জেনারেল ফিজিশিয়ান, জেনারেল সার্জন এবং রেডিওলজিস্ট - অন্তত দশ বছরের অভিজ্ঞতা থাকতেই হবে।
১৪ বছরের অভিজ্ঞতা MD সহ।
বয়স :- ৫০ বছর।
এছাড়াও, যেকোনও শিল্প হাসপাতাল, কিঘা নামজাদা হাসপাতালে কাজের অভিজ্ঞতা এবং নার্সিং হোমসে কাজের অভিজ্ঞতা। জেনারেল মেডিসিনের জ্ঞান থাকলেও আবেদন করা যাবে।
বেতন :- সিনিয়র মেডিক্যাল অফিসার - ৬০,০০০ থেকে ১,৮০,০০০
অ্যাডিশনাল চিফ মেডিক্যাল অফিসার - ৯০,০০০ থেকে ২,৪০,০০০
আবেদনের শেষ তারিখ :- ৭ই জুন
পাঠানোর স্থান :- ১৬ তারিখের মধ্যে অ্যাপ্লিকেন্ট ফর্ম এবং সমস্ত তথ্য নিয়ে সেটিকে ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে নির্ধারিত স্থানে পৌঁছাতে হবে।
ইন্টারভিউ :- জুলাইয়ের শেষ সপ্তাহে।
অফিসিয়াল নোটিশঃ < https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/22991acab470b2852ab7dfeb96541e74b94b791575d8e57a8fdd7ba06026f6ed.pdf >