Advertisment

মাধ্যমিক পাশেই Post Office-এ দারুণ চাকরি, বেতন প্রায় ২০ হাজার

দ্রুত ফুরোচ্ছে আবেদনের শেষ দিন। আজই অ্যাপ্লাই করুন।

author-image
IE Bangla Web Desk
New Update
indian post office recruitment 2023

পোস্ট অফিসে চাকরির দারুণ সুযোগ।

ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাশ করলেই ওই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানে দুর্দান্ত এই চাকরির সুযোগ হাতছাড়া করবেন না। এই চাকরির ক্ষেত্রে আবেদনের পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা-সহ বিস্তারিত তথ্য প্রতিবেদনটি পড়ে জেনে নিন।

Advertisment

ভারতীয় ডাক বিভাগের গ্রুপ-সি ক্যাটাগরির পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্টাফ কার ড্রাইভার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে চাকরির ক্ষেত্রে আবেদনকারীদের যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীর ড্রাইভিং লাইসেন্স থাকা জরুরি। থাকতে হবে কাজের অভিজ্ঞতাও।

আরও পড়ুন- সরাসরি বসুন ইন্টারভিউয়ে, উতরোলেই মিলতে পারে সরকারি এই চাকরি!

বয়সসীমা ও বেতন, আবেদনের শেষ তারিখ:

এই পদে চাকরির ক্ষেত্রে আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী এসসি-এসটি ও ওবিসি ক্যাটাগরির চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। পোস্ট অফিসে এই চাকরির ক্ষেত্রে মাসে সর্বনিম্ন ১৯,৯০০ টাকা এবং সর্বোচ্চ ৬৩,২০০ টাকা বেতন হবে। আগামী ৩১ মার্চের মধ্যে এই পদে চাকরির ক্ষেত্রে আবেদন জানাতে হবে।

আরও পড়ুন- মাসে বেতন ২৪ হাজার, রাজ্যে জেলা পরিষদে একাধিক পদে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি:

ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবাইটে যেতে পারেন। ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট সেগমেন্টে ক্লিক করুন। ২৭ ফেব্রুয়ারি এই চাকরির জন্য বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। সেখান থেকেই আবেদনপত্রটি ডাউনলোড করে নিন। আবেদনপত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়স, ঠিকানা-সহ প্রয়োজনীয় তথ্য দিন। এরপর পাসপোর্ট সাইজ একটি ফটো লাগিয়ে দিন। খামে ভরে সেই আবেদনপত্র আবেদনের শেষ দিনের আগেই নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন।

আরও পড়ুন- কলেজের গণ্ডি পেরোলেই হবে! Bank of Baroda-য় মোটা বেতনের চাকরির সুযোগ

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
The Senior Manager (JAG), Mail Motor Service, No.37, Greams Road, Chennai- 600006

West Bengal Recruitment Central Government jobs post office
Advertisment