ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংকে নিয়োগের আবেদন চলছে মে মাসের ২০ তারিখ পর্যন্ত। বিক্রয় এবং সেই সম্পর্কিত কার্যক্রম সম্পাদনের জন্যই দেশজুড়ে গ্রামীণ ডাক সেবকের প্রয়োজন। ব্যাংকের প্রয়োজনীয়তা অনুযায়ী সেই অফিসে লোক নিয়োগ করা হবে। আগ্রহী ব্যক্তিরা অবশ্যই আবেদন করতে পারেন। ওয়েবসাইট www.ippbonline.com এখানে আবেদন করা যাবে। অন্য কোনও পদ্ধতির উল্লেখ করা নেই। জেনে নিন বিশদে।
- আবেদনের শেষ তারিখ :- ২০ শে মে, ২০২২
- পরীক্ষার তারিখ :- জুন মাসের যেকোনও দিন ( দুরাভাস অথবা চিঠির মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে )
- পোস্টিং স্থান :- চাকরির পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
- পশ্চিমবঙ্গে নিয়োগের সংখ্যা ৩৩।
বেতন :- সরকারের পক্ষ থেকে ৩০,০০০ টাকা বেতন দেওয়া হবে। অবশ্যই তার সঙ্গে নিয়ম মেনে টাকা কাটাও হবে। ইনসেনটিভ দেওয়া হবে কাজের যোগ্যতা এবং মানের ওপর নির্ভর করেই।
কারা আবেদন করতে পারবেন?
পদমর্যাদা :- এক্সিকিউটিভ
বয়স :- ২০ থেকে ৩৫
- আবশ্যিক যোগ্যতা :- ভারত সরকার দ্বারা অনুমোদিত যেকোনও প্রতিষ্ঠান, স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর।
- দুই বছরের অভিজ্ঞতা গ্রামীণ ডাক সেবক হিসেবে।
- বিশেষ বিজ্ঞপ্তি :- আবেদনকারীর নামে যেন কোনও ধরনের পুলিশি এবং আইনি মামলা দেশের কোনও কোর্টে না চলে। তবে পরবর্তীতে শাস্তি দেওয়া হবে।
কোন কাজে নিযুক্ত করা হবে?
- রাজস্ব লক্ষ্য মাত্রা অর্জনে ব্যাংকের পণ্য বিক্রয়।
- গ্রাহক অধিগ্রহণ এবং ব্যাংকের বিভিন্ন শাখায় আর্থিক সাক্ষরতা বৃদ্ধি।
- গ্রামীণ ডাক সেবার পর্যায়ক্রমিক প্রশিক্ষণ চালনা করা।
- Dop ইন্সপেক্টরের সঙ্গে কাজ করতে হবে। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের গ্রাহক সংখ্যা বাড়াতে হবে।
- গ্রাহকদের সঙ্গে সম্পর্ক ভাল গড়ে তুলতে হবে।
- ব্যাংকের নির্ধারিত অন্য কাজও করতে হবে সময়মত।
অফিসিয়াল নোটিশঃ < https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/bf00afef3f6552bdadda7b7c2630800804a2784e52d0f794e956412803e86c77.pdf >