Advertisment

IRCTC 78 Special Trains: দীপাবলিতে ৭৮টি বিশেষ ট্রেন দেবে ভারতীয় রেলওয়ে, বিস্তারিত জানুন

IRCTC, Northern Indian Railways 78 Special Trains for Kali Puja Festival: ১৫ নভেম্বর পর্যন্ত চলাচল করবে এই সব বিশেষ ট্রেন। দীপাবলি এবং ছটে সব মিলিয়ে ৫১৯টি ট্রিপ করবে এই ট্রেনগুলি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দীপাবলি, কালিপুজোর জন্য বিশেষ ট্রেন দেবে IRCTC

IRCTC 78 Special Trains: দীপাবলি এবং ছট পুজোর সময়ের অতিরিক্ত ভিড় সামলাতে ৭৮ টি বিশেষ ট্রেন চালু করবে উত্তর রেলওয়ে। সংবাদ সংস্থা পিটিআই-এর প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন জায়গা থেকে লক্ষাধিক মানুষ বাড়ি ফেরেন এই ছুটিতে। কাজেই এই ব্যবস্থা। ১৫ নভেম্বর পর্যন্ত চলাচল করবে এই সব বিশেষ ট্রেন। দীপাবলি এবং ছটে সব মিলিয়ে ৫১৯টি ট্রিপ করবে এই ট্রেনগুলি। এই বিশেষ ট্রেনগুলি যাতে ঠিক সময়মত চলাচল করে, সে বিষয়ের ওপর নজর রাখতে রেলওয়ে বোর্ডের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে উত্তর রেলওয়েকে। চলতি বছর দীপাবলি পালিত হবে ৭ নভেম্বর এবং ছট পুজো ১৩ নভেম্বর।

Advertisment

আরও পড়ুন: ইন্দোনেশিয়ার বিপর্যস্ত বিমানের পাইলট ভারতীয়

এ সংক্রান্ত বিশেষ কিছু তথ্য

১. যাত্রীরা সুবিধামত ট্রেনে উঠে নিজেদের জায়গা নিতে পারেন, সে কারণে রেল মন্ত্রকের তরফ থেকে দক্ষিণ রেলওয়েকে বলা হয়েছে ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের অন্তত আধঘণ্টা আগে স্টেশনে দিতে হবে এই বিশেষ ট্রেনগুলিকে।

২. যে সমস্ত যাত্রীরা এই বিশেষ ট্রেনে সফর করছেন, তাঁদের সুবিধার্থে এবং প্ল্যার্টফর্মে যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করতে ২ নভেম্বর থেকে ১৩ নভেম্বর কোনও প্ল্যাটফর্ম টিকিট পাওয়া যাবে না।

৩. এক বিবৃতিতে বলা হয়েছে যে, যেখানে স্বাভাবিক দিনে রাজধানীর বিভিন্ন টার্মিনালে প্রতিদিন গড়ে ৮.৫ লক্ষ যাত্রী হয়, সেখানে এই উৎসবের সময় প্রতিদিন নয়া দিল্লির রেলওয়ে স্টেশন প্রায় ৬ লক্ষ যাত্রী জড়ো হন।

৪. একইভাবে, স্বাভাবিক দিনে দিল্লির আনন্দ বিহার টার্মিনাল দৈনিক প্রায় ৫০,০০০ যাত্রী পরিচালনা করে, সেখানে দীপাবলি বা ছটের সময় যাত্রী সংখ্যা ছাড়িয়ে যায় ৮০,০০০। এই সময়ে দিল্লি জংশন স্টেশনে যাত্রী বৃদ্ধি আনুমানিক ২০-৩০ শতাংশ।

৫. এই সময়ে, স্টেশনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং যাত্রীদের পরিষেবার জন্য একাধিক RPF কর্মীদের একটি বিশাল দল গঠন করা হয়। পাশাপাশি সিসিটিভির মাধ্যমে সমস্ত বিশেষ স্টেশন চত্বরে নজরদারি করা হয়। এ ছাড়াও আরও নতুন ক্যামেরা বসিয়ে পুঙ্খানুপুঙ্খ নজরদারি চলে, স্টেশন জুড়ে থাকে কড়া নিরাপত্তা।

IRCTC
Advertisment