Advertisment

মোটা টাকা বেতন, কলকাতায় ISI-এ দারুণ চাকরির মারকাটারি সুযোগ!

ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইন্সটিটিউটে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Indian statistical institute recruitment 2023

আইএসআইয়ে চাকরির সুবর্ণ সুযোগ।

এবার ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইন্সটিটিউট বা আইএসআই-এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আইএসআই কলকতা দফতরের তরফে এই কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দারাই সাময়িকভাবে নিয়োগ করা এই চাকরির জন্য আবেদনের যোগ্য। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।

Advertisment

Project Linked Person (Linguistics) পদে কর্মী নিয়োগ করবে আইএসআই। এক্ষেত্রে আবেদনকারীদের Linguistics/Applied Linguistics বা Allied Disciplines with Sound Knowledge in Bengali Lexicon, Part of Speech বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। এছাড়াও আবেদনকারীদের Ms Office প্যাকেজের কাজ জানতে হবে।

আরও পড়ুন- লেখা পরীক্ষা হবে না, ইন্টারভিউ ডিঙোলেই চাকরি! বেতন মাসে ২৪ হাজার

বয়সসীমা ও বেতন -

এই পদে চাকরির জন্য ১ জুলাই, ২০২৩-এর হিসেব অনুযায়ী আবেদনকারীদের ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে। এই চাকরিতে মাসে বেতন মিলবে ২৫ হাজার থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত।

আরও পড়ুন- কেন্দ্রের ভারত পেট্রোলিয়ামে কাজের সুযোগ, আবেদন করতে পারবেন কারা?

আবেদন পদ্ধতি -

সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। picsdisi@gmail.com মেল আইডিতে নিজেদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণ-সহ পরিচয় পত্রের প্রমাণ পাঠিয়ে দিতে হবে। আবেদনকারীরা সংস্থার এই অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পারেন www.isical.ac.in

আরও পড়ুন- উচ্চ মাধ্যমিক পাশ করেছেন? জেলার আদালতে আছে দারুণ চাকরির সুযোগ!

আবেদনের শেষ তারিখ -

এই পদে চাকরির জন্য আবেদন জানানোর শেষ তারিখ হল আগামী ৩১ জুলাই, ২০২৩।

আরও পড়ুন- কল্যাণী AIIMS-এ কর্মী নিয়োগ, কেন্দ্রীয় প্রতিষ্ঠানে মোটা টাকা বেতন

Government Jobs kolkata jobs
Advertisment