/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/05/indo-tibet-border.jpg)
ITBPF -এ চলছে নিয়োগ
পুলিশ কিংবা প্রতিরক্ষা বিভাগে কাজ করতে আগ্রহী? তবে এই সুযোগ শুধুই আপনাদের জন্য। নারী এবং পুরুষ উভয় বিভাগেই নিয়োগ চলছে। বিভাগীয় বিষয় হিসেবে হাইলাইট রয়েছে নেপাল এবং ভুটান বর্ডার। গ্রুপ সি-এর এই পদে আবেদনের সবকিছু জেনে নিন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ( স্টেনোগ্রাফার )
অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ( ITBPF Personal )
ওয়েবসাইট :-www.recruitment.itbpolice.nic.in - অনলাইন মাধ্যমেই আবেদন করতে হবে। আবেদনের সময় বৈধ ফোন নম্বর এবং ইমেল আইডি দিতেই হবে।
আবেদনের খরচ :- ১০০ টাকা। যারা চাকুরিজীবী, কিংবা মহিলা অথবা তফসিলি জাতি-উপজাতি ভুক্ত, তাদের ক্ষেত্রে আলাদা।
বয়স : - বয়স ASI ( ITBPF PERSONAL ) এর জন্য হতে হবে ৩৫-এর মধ্যে।
ASI ( STENO DIRECT ) এর ক্ষেত্রে হবে ১৮ থেকে ২৫ বছর। সরকারের নিয়ম অনুযায়ী অন্যান্য সমর্থিতরা বয়সের ক্ষেত্রে সুযোগ পাবেন।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/05/ibptf1.jpg)
বেতন :- লেভেল পে-৫ অনুযায়ী ২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা।
আবশ্যিক যোগ্যতা:- ভারতের যেকোনও বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ। এছাড়াও উচ্চশিক্ষায় অগ্রাধিকার। ভাল করে দেখে নেবেন আবেদনের আগে, যাতে পড়ে আবেদন বাতিল না করা হয়।
বিশেষ উল্লেখ্য :- যাঁরা চাকরিতে যোগ দেবেন তাঁদের দেশ এবং বিদেশের নানা স্থানে কাজ করতে হবে।
নিয়োগের আগে পরীক্ষা হবে। যাঁরা যোগ্যতার মাত্রা পূর্ণ করবেন তাঁদের অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। পরবর্তীতে শারীরিক পরীক্ষা হবে।
আবেদনের সময়সীমা :- ৮ জুন থেকে ৭ জুলাই রাত ১১:৫৯ এর মধ্যে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/05/itbpf2.jpg)