Advertisment

IOCL recruitment 2019: ইন্ডিয়ান অয়েলে চাকরির সুযোগ, কীভাবে আবেদন করবেন?

বিজ্ঞপ্তি অনুসারে, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আগ্রহী প্রার্থীরা ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইট iocl.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

IOCL Job Notification 2019: ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল)-এ অ্যাকাউন্টেন্ট, টেকনিশিয়ান এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল। বিজ্ঞপ্তি অনুসারে, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আগ্রহী প্রার্থীরা ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইট iocl.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

Advertisment

শূন্যপদের বিস্তারিত তথ্য:

মোট শূন্যপদ - ১৩৬

গুজরাট - ৮৬
মধ্যপ্রদেশ - ৩৫
ছত্তিশগড় - ৫
গোয়া - ৭
দাদরা এবং নগর হাভেলী - ৩

শিক্ষাগত যোগ্যতা:

টেকনিশিয়ান পদের জন্য প্রার্থীদের নূন্যতম যোগ্যতা থাকতে হবে মেকানিক্যাল, ইলেকট্রিকাল, ইন্সট্রুমেন্টেশন, সিভিল, ইলেকট্রিকাল এবং ইলেকট্রনিক্সে তিন বছরের ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক এবং অবশ্যই ৫০ শতাংশ নম্বর নিয়ে।

ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক হওয়া আবশ্যক।

আরও চাকরির খবর পড়ুন এখানে

বয়সক্রম:

প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর, সর্বোচ্চ ২৪ বছর। তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হবে।

কীভাবে আবেদন করবেন?

* ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইট iocl.com-এ যেতে হবে
* কেরিয়ার অপশনটিতে ক্লিক করুন
* সমস্ত তথ্য পূরণ করুন
* নিজের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপলোড করতে হবে
* সাবমিট বাটনে ক্লিক করুন

অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় নথি:

* জন্মতারিখ প্রমাণের সার্টিফিকেট
* মাধ্যমিকের সার্টিফিকেট
* আইটিআই ডিপ্লোমা সার্টিফিকেট
* কাস্ট সার্টিফিকেট
* নিজের সই
* নিজের পাসপোর্ট সাইজের ফোটো

Read the full story in English

Government Jobs
Advertisment