আইএসআই বা ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইন্সটিটিউটে চাকরি। প্রতিমাসে বেতন মিলবে ৩১ হাজার টাকা করে। আইএসআই-এ আপাতত জুনিয়র রিসার্চ ফেলো পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার প্রার্থীদের ভারতীয় নাগরিকত্ব থাকলেই এই পদে চাকরির জন্য আবেদন জনানোর সুযোগ মিলবে। কীভাবে আবেদন করবেন, বা এই পদে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতাই বা কতটা লাগবে, বিস্তারিত সব তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।
Advertisment
আপাতত আইএসআই-এ Project Linked Junior Research Fellow পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রনিক্স/ ইনফরমেশন টেকনোলজিতে এম.ই/এম.টেক থাকলে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপাতত একটি শূন্যপদেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে চাকরিতে প্রতি মাসে ৩১ হাজার টাকা বেতন মিলবে।
আইএসআই-এ Project Linked Junior Research Fellow পদে চাকরির জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে। ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী বয়সের হিসেব করে নিতে পারেন। তবে সরকারি নিয়ম অনুয়ায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
এই পদে চাকরির জন্য আলাদা করে আবেদনের প্রয়োজন নেই। আগামী ৬ মার্চ ইন্টারভিউয়ের দিন ধার্য করা হয়েছে। নিজেদের বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ ও প্রয়োজনীয় সব নথি সঙ্গে নিয়ে পৌঁছে যেতে পারেন ইন্টারভিউ কেন্দ্রে। ইন্টারভিউটি হবে, 9th Floor, Satyan Bose Bhavan (Library Building) ISI Kolkata, West Bengal..
এই চাকরি সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন: ক্লিক করুন।