Advertisment

ইসরোতে বিশাল সংখ্যক শূন্যপদ, উচ্চ মাধ্যমিক পাস করলেই মিলবে আবেদনের সুযোগ

ইসরোতে চাকরির স্বপ্ন দেখেন অনেকেই। এবার সেই স্বপ্ন পূরণ হতে পারে আপনারও। আবেদনের সময়সীমা ৬ মার্চ পর্যন্ত। প্রথমে হবে একটি লিখিত পরীক্ষা।

author-image
IE Bangla Web Desk
New Update
ISRO recruitment

ভারতীয় মহাকাশ বিজ্ঞানের পীঠস্থান দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন (ইসরো) এবার প্রকাশ করল বিপুল সংখ্যক শূন্যপদের তালিকা। ইসরোতে চাকরির স্বপ্ন দেখেন অনেকেই। এবার সেই স্বপ্ন পূরণ হতে পারে আপনারও। মোট ১৮২টি শূন্যপদের তালিকা প্রকাশ করল ইসরো। আগ্রহী প্রার্থীরা ইসরোর অফিসিয়াল সাইট ursc.gov.in-এ গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা ৬ মার্চ পর্যন্ত।

Advertisment

প্রার্থীদের কয়েকটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রথমে হবে একটি লিখিত পরীক্ষা। পরবর্তীতে থাকবে স্কিল টেস্ট, ফিজিক্যাল ফিটনেস টেস্ট। টেকনিশিয়ান, ড্রাইভার এবং ইত্যাদি পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস হলেই চলবে। লাইব্রেরি অ্যাসিস্টেন্ট এবং সায়েন্টিফিক অ্যাসিস্টেন্ট পদের জন্য হতে হবে স্নাতক পাস।

শূন্যপদের বিস্তারিত তথ্য:

মোট পদ- ১৮২

টেকনিসিয়ান- ১০২
টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট-৪১
লাইব্রেরি অ্যাসিস্টেন্ট-৪
সায়েন্টিফিক অ্যাসিস্টেন্ট-৭
হিন্দি টাইপিস্ট-২
ক্যাটেরিং অ্যাটেন্ডেন্ট-৫

বেতনক্রম-

অ্যাসিস্টেন্ট লেভেল পদের জন্য মাসিক বেতনক্রম ৪৪,৯০০ টাকা। টাইপিস্ট পদের জন্য ২৫ হাজার টাকা। অন্যান্য পদের বেতনক্রম ২১৭০০ টাকা, ১৯,৯০০ টাকা এবং ১৮ হাজার টাকা।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

ISRO Government Jobs
Advertisment