Advertisment

ISRO Recruitment Notification 2019: ইসরোতে চাকরির সুযোগ, ৩২৭টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ

ISRO jobs: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, চলবে ৪ নভেম্বর ২০১৯ পর্যন্ত। প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বাচাই করা হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
chandrayaan 2, isro,

ISRO Vacancies for scientist, engineers: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) প্রকাশ করল শূন্যপদের বিজ্ঞপ্তি। ইসরোতে চাকরি করতে আগ্রহী প্রার্থীদের জন্য ৩২৭টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র। প্রার্থীরা ইসরোর অফিসিয়াল সাইট-এর কেরিয়ার অপশনটিতে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, চলবে ৪ নভেম্বর ২০১৯ পর্যন্ত। প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। যাঁরা অফলাইনে আবেদন করতে চান, তাঁরা নিকটবর্তী এসবিআই শাখায় গিয়ে যোগাযোগ করতে পারেন।

Advertisment

আরও চাকরির খবর পড়ুন, এখানে

শূন্যপদের বিস্তারিত তথ্য:

সায়েনটিস্ট/ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রনিক্স) - ১৩১
সায়েনটিস্ট/ইঞ্জিনিয়ার (মেকানিকাল)- ১৩৫
সায়েনটিস্ট/ইঞ্জিনিয়ার (কম্পিউটার সায়েন্স)- ৫৮
সায়েনটিস্ট/ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রনিক্স)- ৩

শিক্ষাগত যোগ্যতা:

প্রার্থীদের অবশ্যই বিই/বিটেক কিংবা তার সমতুল্য ফার্স্ট ক্লাস ডিগ্রি এবং ৬৫ শতাংশ নম্বর থাকা বাঞ্চনীয়। (CGPA 6.84/10)

বয়সক্রম:

৪ নভেম্বরের মধ্যে বয়স হতে হবে ৩৫ বছরের নীচে

নির্বাচনের পদ্ধতি:

আবেদনকারীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত করা হবে। লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারী ২০২০। মোট ৮০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। প্রশ্ন থাকবে অবজেকটিভ টাইপের।

বিস্তারিত দেখুন ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট isro.gov.in

Read the full story in English

Government Jobs ISRO
Advertisment