Advertisment

ক্লাস এইট পাশেই জেলার আদালতে চাকরি! গ্রুপ ডি পদে নিয়োগ

এবার রাজ্যেরই এক জেলা আদালতে গ্রুপ- ডি পদে কর্মী নিয়োগ করা হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
jhargram district legal services authority recruitment

জেলার আদালতে চাকরির সুযোগ।

এবার রাজ্যেরই এক জেলা আদালতে গ্রুপ- ডি পদে কর্মী নিয়োগ করা হবে। এই চাকরির জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন-সহ বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।

Advertisment

আপাতত ঝাড়গ্রামের আদালতে সুইপার পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে চাকরির ক্ষেত্রে আবেদনকারীদের ন্যূনতম অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

আরও পড়ুন- এয়ারপোর্টে বিপুল বেতনে মারকাটারি চাকরি! সুযোগ হেলাফেলা করবেন না!

বয়সসীমা ও বেতন-

জেলা আদালতে এই চাকরির জন্য ১ জানুয়ারি, ২০২৩-এর হিসেব অনুযায়ী আবেদনকারীদের ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। এই পদে চাকরি মিললে দৈনিক বেতন হবে ৪০৪ টাকা। 'নো ওয়ার্ক নো পে' হিসেবে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি-

এই পদে আবেদনকারীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনোলড করে নিতে হবে। তারপর সেই আবেদনপত্রটি যাবতীয় তথ্য দিয়ে পূরণ করে ফেলতে হবে। পরে আবেদনপত্রটি নিয়ে নির্ধারিত দিনে নির্দিষ্ট জায়গায় পৌঁছ যেতে হবে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে ক্লিক করুন এই লিংকে- https://jhargram.gov.in/notice_category/recruitment/
এই চাকরি সংক্রান্ত আবেদনপত্রটি ডাউনলোড করতে ক্লিক করুন এই লিংকে- https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/0aa411ec56dbe7aae5a092bf9f509d7fca82df731ef6ddfe4d1b98906bcaa934.pdf

আরও পড়ুন- এয়ারপোর্টে বিপুল বেতনে মারকাটারি চাকরি! সুযোগ হেলাফেলা করবেন না!

কেবলমাত্র ঝাড়গ্রাম জেলার প্রার্থীরাই এই পদে চাকরির জন্য আবেদনের যোগ্য।

আরও পড়ুন- হবে না লেখা পরীক্ষা, ইন্টারভিউ ডিঙোলেই চাকরি! কেন্দ্রের DVC-তে কর্মী নিয়োগ

ইন্টারভিউস্থলের ঠিকানা-

Office of the District Legal Services Authority, Ghoradhara, Jhargram, West Bengal 721514

ইন্টারভিউয়ের তারিখ- ৫ জুলাই, ২০২৩। সকাল সাড়ে ১০টার মধ্যে পৌঁছে যেতে হবে।

আরও পড়ুন- দেশের নির্বাচন কমিশনে ‘সেরার সেরা’ চাকরি, আবেদনের যোগ্য কারা কারা?

Government Jobs West Bengal jobs
Advertisment