Advertisment

মাসে বেতন ২৪ হাজার, রাজ্যে জেলা পরিষদে একাধিক পদে কর্মী নিয়োগ

Data Entry Operator-সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
wb govt health dept recruitment 2023

রাজ্যের স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগ।

রাজ্যেরই এক জেলা পরিষদে একাধিক পদে কর্মী নিয়োগ। জেলা পরিষদে ডেটা এন্ট্রি অপারেটর, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-সহ একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দার ভারতীয় নাগরিকত্ব থাকলেই এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। কীভাবে করবেন আবেদন? এই পদগুলিতে চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাই বা কতটা থাকতে হবে? কত বছর বয়স পর্যন্ত এই চাকরিগুলির জন্য আবেদন করা যাবে? এই প্রতিবেদনেই তার বিস্তারিত বিবরণ দেওয়া হল।

Advertisment

Data Entry Operator পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকস্তর উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটারের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৩৭ বছরের মধ্যে থাকা প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই পদে চাকরির জন্য মাসে ১১,৯৯০ টাকা বেতন মিলবে।

এছাড়াও Additional District Co-Ordinator পদেও একজন কর্মী নিয়োগ করা হবে। এই চাকরির জন্য স্বীকৃত যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। ২৫ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে থাকা প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে মাসে ২৪ হাজার টাকা করে বেতন মিলবে।

চাকরির আরও খবর: কলেজের গণ্ডি পেরোলেই হবে! Bank of Baroda-য় মোটা বেতনের চাকরির সুযোগ

এরই পাশাপাশি Technical Assistant-এর একটি শূন্যপদেও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে চাকরির জন্যও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। এই পদে চাকরির জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। প্রতি মাসে বেতন মিলবে ১৮ হাজার টাকা করে।

এছাড়াও Program Assistant Cum Data Entry Operator পদেও একটি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্বীকৃত যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকস্তর উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারের কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলেই আবেদন করতে পারেন। ৩৭ বছরের মধ্যে থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য। প্রতি মাসে ১২,১৫০ টাকা করে বেতন মিলবে।

চাকরির আরও খবর: মোটা টাকা বেতন! শুধু Interview ডিঙোলেই চাকরি পাকা! রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

কীভাবে আবেদন করবেন?

এই পদগুলিতে চাকরির জন্য অফলাইন এবং অনলাইনে আবেদন করা যাবে। ঝাড়গ্রাম জেলা পরিষদের অফিসিয়াল সাইটে গিয়ে চাকরির জন্য আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারেন। পরে সেই আবেদনপত্র পূরণ করে শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণ-পত্র সহ প্রয়োজনীয় শংসাপত্র স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে এনে ফেলুন। তারপর সেটি recruitment.jzp@gamil.com-এ ইমেল করে দিন। তারপর শিক্ষাগত যোগ্যতা-সহ যাবতীয় শংসাপত্র মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা :

Office of the Jhargram Zila Parishad,
Bachhurdoba, Jhargram, West Bengal- 721507
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ১০ মার্চ, ২০২৩

government of west bengal West Bengal jobs
Advertisment