/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/reliance-jio-main-1200.jpg)
শুধু ডেটার সুবিধাই নয়, এবার রুজিরুটির ভারও নেবে রিলায়েন্স জিও। জিও-র অফার তো পেয়েছেন এতদিন, এবার সেখানেই চাকরি করতে পারেন আপনিও। ফের একাধিক পদে লোক নিয়োগ করবে RELIANCE JIO। ৩,৫০০-র বেশি লোক নিয়োগ করবে দেশের অন্যতম এই টেলিকম সংস্থা। আগ্রহী প্রার্থীরা অনলাইন এবং সরাসরি আবেদন জানাতে পারবেন। আবেদন জমা দেওয়ার আগে জেনে নিন কিছু প্রয়োজনীয় তথ্য।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তরের অধীনে একাধিক কর্মী নিয়োগ করা হবে
রিলায়েন্স জিও-তে আবেদনের বিস্তারিত
এ ক্ষেত্রে তিনটি পদে নিয়োগ করা হবে। পদগুলি হল জিও স্টাফ, সিম অ্যাক্টিভেশন, জিও কল সেন্টার। জিও-তে শূন্যপদের সংখ্যা প্রায় ৪,০০০।
বেতন: পদ অনুযায়ী বেতনের তারতম্য হবে। প্রতিমাসের হিসাবে বেতন শুরু হবে ৯,৩০০ টাকা থেকে ২২,২০০ টাকা
বয়সসীমা: আঠারো বছর বয়সী আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। আবেদনের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৩০ বছর।
আরও পড়ুন: রেলের পরীক্ষায় উত্তীর্ণ সাড়ে পাঁচ লাখেরও বেশি পরীক্ষার্থী
শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে অন্তত অষ্টম শ্রেণী পাশ হতে হবে। এছাড়াও দশম শ্রেণী বা দ্বাদশ শ্রেণী পাশ করেছেন এমন ব্যক্তিও আবেদন করতে পারেন।
কীভাবে আবেদন জানাবেন- আবেদন সংক্রান্ত বিশদ বিবরণ পেতে জিও-র অফিসিয়াল ওয়েবসাইটে যান, অথবা careers.jio.com এ গিয়েও আবেদন জানাতে পারবেন। লিঙ্কে ঢুকে জব সেকশনে ক্লিক করুন। একাধিক পদের বিস্তারিত বিবরণ রয়েছে সেখানে। আবেদন জানানোর আগে অবশ্যই ভাল করে ওয়েবসাইটটি পড়ে নেবেন।
চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তেএখানেক্লিক করুন