এবার কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরির সুবর্ণ সুযোগ। সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা SPMCIL, ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট (IGM)-এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিকত্ব থাকলেই এই পদে চাকরির জন্য আবেদন করা যাবে। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনটিতে দেওয়া হল।
চাকরির আরও খবর- হবে না লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ডিঙোলেই ৩০ হাজার টাকা মাইনের চাকরি পাকা!
Supervisor (OL) Level-A-1 পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি কিংবা হিন্দিতে স্নাতকোত্তর স্তর পাশ করতে হবে। হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদের দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে হিন্দি ভাষা সংক্রান্ত কাজ জানতে হবে।
বয়সসীমা ও বেতন-
এই পদে চাকরির জন্য ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে তফশিলি জাতিভুক্ত প্রার্থীদের সরকারি নিয়মে বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এই পদে চাকরি মিললে মাসে বেতন হবে ২৭,৬০০ টাকা থেকে ৯৫,৯১০ টাকা।
চাকরির আরও খবর- উচ্চ মাধ্যমিক উতরেছেন? মিলতে পারে প্রায় ২৩ হাজার টাকা মাইনের চাকরি
এছাড়াও Jr. Technician (Burnisher) Level-w-1 পদেও কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি NCVT, SCVT স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনও ট্রেডে ITI পাশ করতে হবে।
বয়সসীমা ও বেতন-
এই পদে চাকরির জন্য আবেদনকারীদের ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে। এই পদে চাকরি মিললে মাসে বেতন হবে ১৮,৭৮০ টাকা থেকে ৬৭,৩৯০ টাকা।
চাকরির আরও খবর- আপনি কি উচ্চ মাধ্যমিক পাশ? এয়ারপোর্টে মিলতে পারে নজরকাড়া এই চাকরি!
আবেদন পদ্ধতি-
অনলাইনে আবেদন করতে হবে। চাকরিপ্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের এই লিংকে ক্লিক করুন- https://igmkolkata.spmcil.com/en/
এই চাকরি সংক্রান্ত নোটিফিকেশনটি দেখতে ক্লিক করুন- https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/wp-content/uploads/2023/06/Advertisement-No.-01-2023-for-Supervisory-staff-Industrial-Workmen_Eng-1.pdf
চাকরির আরও খবর- বিপুল অঙ্কের বেতনে রাজ্যের বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদনের যোগ্য কারা?
আবেদনের শেষ তারিখ-
উপরোক্ত পদগুলিতে চাকরির জন্য আবেদন জানানোর শেষ তারিখ ৭ জুলাই, ২০২৩