Advertisment

বড় সিদ্ধান্ত নবান্নের, স্বাস্থ্য দফতরে নিয়োগ হবে সাড়ে ১১ হাজার

এছাড়া খাদ্য দফতরে ডেটা এন্ট্রি অপারেটর হিসাবেও ৩৪২ জনকে নিয়োগ দেওয়া হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
job recruitment in west bengal health department

স্বাস্থ্য ভবন, বিধাননগর

১১ হাজার ৫৫১ জনকে নিয়োগ করবে স্বাস্থ্য দফতর। এছাড়া খাদ্য দফতরে ডেটা এন্ট্রি অপারেটর হিসাবেও ৩৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। এই সব নিয়োগই হবে চুক্তি ভিত্তিতে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়েছে। তবে কীভাবে কোন পদে কতজনকে নিয়োগ করা হবে তা নিয়ে সবিস্তারে এ দিন কিছু জানানো হয়নি।

Advertisment

এদিন মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে অফিসারের সমস্যা নিয়েও কথা হয়েঠে। রাজ্য প্রসাসনে আরও অনেক আইএএস এবং আইপিএস প্রয়োজন। এই ব্যাপারে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখবেন বলে স্থির হয়েছে।

এছাড়া, ওয়েষ্ট বেঙ্গল পুলিশ সার্ভিস ও ডব্লুবিসিএস-এর সংখ্যা বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটিও তৈরি করা হয়েছে।

কেন্দ্র ও রাজ্য সরকারগুলির বহু অফিসেই বর্তমানে চুক্তির ভিত্তিতে চাকরিতে নিয়োগ করা হচ্ছে। চুক্তিভিত্তিক কর্মচারীদের ষাট বছর পর্যন্ত চাকরি নিশ্চিত। তিন বছর পর পর র বেতন বৃদ্ধিরও সংস্থান রয়েছে।

health Government Jobs West Bengal Government
Advertisment