Advertisment

উৎকর্ষ বাংলা প্রকল্পে ২৬৯টি শূন্যপদে নিয়োগ রাজ্য সরকারের

আবেদনের সময়সীমা ২ অগাস্ট পর্যন্ত। সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দারাই শূন্যপদে আবেদন করতে পারবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
jobs

উৎকর্ষ বাংলায় চাকরির সুযোগ

রাজ্য সরকারের 'উৎকর্ষ বাংলা' প্রকল্পে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্ট সেকশানে মোট ২৬৯টি শূন্যপদে চুক্তির ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।

Advertisment

শূন্যপদের বিস্তারিত তথ্য:

ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার- ৭
সাব-ডিভিশন প্রোজেক্ট ম্যানেজার- ১০
প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডিইও- ৪২
ব্লক লেভেল স্টাফ- ২১০

শিক্ষাগত যোগ্যতা:

ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার- যে কোনো শাখায় পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, ২ বছরের যে-কোনও ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা, মাইক্রোসফট অফিস নিয়ে কাজের দক্ষতা, বাংলা এবং ইংরেজিতে লিখতে জানা। টিম হ্যান্ডলিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।

সাব-ডিভিশন প্রোজেক্ট ম্যানেজার- যে কোনও শাখায় পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, ১ বছরের যে কোনও ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা মাইক্রোসফট অফিস নিয়ে কাজের দক্ষতা, বাংলা এবং ইংরেজিতে লিখতে জানা। টিম হ্যান্ডলিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডিইও- কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক ডিগ্রি, মাইক্রোসফট অফিস নিয়ে কাজের দক্ষতা, ৩০টি শব্দ প্রতি মিনিট টাইপিং স্পিড থাকতে হবে।

ব্লক লেভেল স্টাফ- কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক ডিগ্রি, বাংলা এবং স্থানীয় ভাষায় কমিউনিকেশনের দক্ষতা থাকতে হবে।

আরও চাকরির খবর পড়ুন এখানে

বয়সসীমা:

২৩ থেকে ৪৪ বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম:

*ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার- ২৫০০০ টাকা
*সাব-ডিভিশন প্রোজেক্ট ম্যানেজার- ২০০০০ টাকা
*প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডিইও- ১১০০০ টাকা
*ব্লক লেভেল স্টাফ- ১২০০০ টাকা

আবেদনের পদ্ধতি:

অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা ২ অগাস্ট পর্যন্ত। সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দারাই শূন্যপদে আবেদন করতে পারবেন।

পরীক্ষা পদ্ধতি:

৫০ নম্বরের লিখিত পরীক্ষা (এমসিকিউ), ৩০ নম্বরের প্র্যাক্টিক্যাল পরীক্ষা, ২০ নম্বরের ইন্টারভিউ।

বিস্তারিত তথ্য জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট- https://pbssd.webscte.co.in/

government of west bengal Government Jobs
Advertisment