রাজ্য সরকারের 'উৎকর্ষ বাংলা' প্রকল্পে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্ট সেকশানে মোট ২৬৯টি শূন্যপদে চুক্তির ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।
শূন্যপদের বিস্তারিত তথ্য:
ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার- ৭
সাব-ডিভিশন প্রোজেক্ট ম্যানেজার- ১০
প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডিইও- ৪২
ব্লক লেভেল স্টাফ- ২১০
শিক্ষাগত যোগ্যতা:
ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার- যে কোনো শাখায় পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, ২ বছরের যে-কোনও ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা, মাইক্রোসফট অফিস নিয়ে কাজের দক্ষতা, বাংলা এবং ইংরেজিতে লিখতে জানা। টিম হ্যান্ডলিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।
সাব-ডিভিশন প্রোজেক্ট ম্যানেজার- যে কোনও শাখায় পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, ১ বছরের যে কোনও ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা মাইক্রোসফট অফিস নিয়ে কাজের দক্ষতা, বাংলা এবং ইংরেজিতে লিখতে জানা। টিম হ্যান্ডলিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডিইও- কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক ডিগ্রি, মাইক্রোসফট অফিস নিয়ে কাজের দক্ষতা, ৩০টি শব্দ প্রতি মিনিট টাইপিং স্পিড থাকতে হবে।
ব্লক লেভেল স্টাফ- কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক ডিগ্রি, বাংলা এবং স্থানীয় ভাষায় কমিউনিকেশনের দক্ষতা থাকতে হবে।
আরও চাকরির খবর পড়ুন এখানে
বয়সসীমা:
২৩ থেকে ৪৪ বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম:
*ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার- ২৫০০০ টাকা
*সাব-ডিভিশন প্রোজেক্ট ম্যানেজার- ২০০০০ টাকা
*প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডিইও- ১১০০০ টাকা
*ব্লক লেভেল স্টাফ- ১২০০০ টাকা
আবেদনের পদ্ধতি:
অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা ২ অগাস্ট পর্যন্ত। সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দারাই শূন্যপদে আবেদন করতে পারবেন।
পরীক্ষা পদ্ধতি:
৫০ নম্বরের লিখিত পরীক্ষা (এমসিকিউ), ৩০ নম্বরের প্র্যাক্টিক্যাল পরীক্ষা, ২০ নম্বরের ইন্টারভিউ।
বিস্তারিত তথ্য জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট- https://pbssd.webscte.co.in/