Advertisment

মোটা টাকা বেতন! শুধু Interview ডিঙোলেই চাকরি পাকা! রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

আবেদনের শেষ তারিখ ফুরিয়ে আসছে। সরকারি বিশ্ববিদ্যালয়ে এই চাকরির জন্য দ্রুত আবেদন করুন।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal health department recruitment 2023

স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগ।

লিখিত পরীক্ষা না দিয়ে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই চাকরির সুযোগ নিন। পশ্চিমবঙ্গেরই একটি সরকারি বিশ্ববিদ্যালয় আপনাকে এই চাকরির সুযোগ এনে দিচ্ছে। লিখিত পরীক্ষা ছাড়াই গ্রুপ-সি পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় নাগরিকত্ব থাকা পশ্চিমবঙ্গের যে কোনও জেলার প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই পদে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদনের শেষ তারিখ সহ-প্রয়োজনীয় সব তথ্য বিশদে জেনে নিন এই প্রতিবেদনটি পড়ে।

Advertisment

পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে Librarian পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অনলাইনে। নীচে আবেদন প্রক্রিয়া বিশদে দেওয়া হল।

আবেদন প্রক্রিয়া:

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি হল www.kums.klyuniv.ac.in।এই ওয়েবসাইটে ঢুকলে রেজিস্ট্রেশনের জন্য লিঙ্ক থাকবে। সেটিতে ক্লিক করে নাম, ইমেল আইডি এবং ফোন নম্বর দিন। রেজিস্ট্রেশন হয়ে গেলে চাকরিপ্রার্থীকে User Id ও Password দেওয়া হবে। সেটির ব্যবহার করেই লগ ইন করুন। আবেদনপত্রের আকারে একটি পেজ খুলে গেলে তাতে নাম, বাবার নাম-সহ প্রয়োজনীয় সব তথ্য দিতে হবে। তারপর ok বোতাম প্রেস করে Next Button-এ ক্লিক করতে হবে। শিক্ষাগত যোগ্যতার যাবতীয় শংসাপত্র ও কপি স্ক্যান করে আপলোড করতে হবে। ফের Next Button-এ ক্লিক করুন।

আরও পড়ুন- রাজ্যের ভূমি দফতরে কর্মী নিয়োগ, শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই চাকরি! বিশদে জানুন

এই পদে চাকরির জন্য জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের ২ হাজার টাকা করে দিতে হবে। এসসি-এসটি ক্যাটাগরির প্রার্থীদের দিতে হবে ৫০০ টাকা করে। তবে টাকাটি ডেবিট, ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও জমা দিতে পারেন। সাবমিট বটনে ক্লিক করুন। শেষে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম এবং টাকা জমার রিসিপ্টে প্রিন্ট আউট বের করে নিন।

শিক্ষাগত যোগ্যতা:

সব আবেদনপত্র দেখার পর ইন্টারভিউয়ে ডাকা হবে চাকরিপ্রার্থীদের। ইন্টারভিউয়ের পর যাচাই করে নিয়ে চাকরিতে নিয়োগ করা হবে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে Librarian পদে চাকরির জন্য প্রার্থীদের Library Science/Information Science/Document Science-এ কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ পোস্ট গ্র্যাজুয়েশন পাশ করার ডিগ্রি থাকতে হবে। এছাড়াও উপরোক্ত বিষয়গুলির মধ্যে যে কোনও একটিতে পিএইচডি থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদে কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা এবং বেতন:

৪০ বছরের নীচে থাকা প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নিয়োগের পর প্রতি মাসে এই পদে চাকরির জন্য ৪৭,৭০০-৭৭,০০০ টাকা পর্যন্ত বেতন মিলবে। এই পদে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আগামী ২০ মার্চ-২০২৩-এর মধ্যে আবেদন করতে হবে।

Government Jobs West Bengal jobs
Advertisment