হাইকোর্টে চাকরির সুযোগ। প্রায় ২২১টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। আবেদন করতে পারেন আজই। জানুন কীভাবে আবেদন করবেন চাকরির জন্য।
বয়সসীমা- ১ জানুয়ারী ২০১৮ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর। রাজ্যের তফশিলি জাতিরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন, তবে অন্যান্য রাজ্যের তফশিল জাতিদের জেনারেল হিসেবেই গন্য হবেন।
আরও পড়ুন: ৮,০০০ শূন্যপদে শিক্ষক নিয়োগ, আবেদন করুন আজই
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারেন। বাংলা লিখতে এবং পড়তে জানা আবশ্যক। তবে স্নাতকস্তরের কোনও প্রার্থীই এই পদের জন্য আবেদন করতে পারবেন না। এ ক্ষেত্রে জাতীয়, আন্তর্জাতিক, আন্তঃবিদ্যালয়ের মতো যেকোনও জায়গায় ক্রিকেট, ভলি বল, খোখো, বক্সিং, ব্যাডমিন্টন, সাইক্লিং, জিমন্যাস্টিক্স, রাইফেল শুটিং, ফুটবল ইত্যাদি খেলোয়াড়দের স্পোর্টসপার্সন হিসেবে গণ্য হবে।
বেতন: পে ব্যান্ড ১ অনুযায়ী ৪,৯০০-১৬,২০০ টাকা+ গ্রেড পে ১৭০০ টাকা এবং অন্যান্য ভাতা।
বাছাই পদ্ধতি: প্রথমে ১০০ নম্বরের অবজেক্টিভ প্রশ্নের পরীক্ষা হবে। নেগেটিভ মার্কিং রয়েছে। অঙ্ক, জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স এবং ইংরেজি বিষয়ের প্রশ্ন থাকবে। বাংলা, হিন্দি, ইংরাজি এবং নেপালি ভাষায় প্রশ্নপত্র তৈরি করা হবে। প্রথম পরিক্ষায় উত্তীর্ণ হলে দ্বিতীয় পরীক্ষায় ডাকা হবে।
আবেদন পদ্ধতি: ২৯ অক্টোবর, ২০১৮-র মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। www.i-register.co.in-এ গিয়ে নির্দেশ অনুযায়ী আবেদন করুন। ১০ নভেম্বর ২০১৮ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। পরীক্ষার সম্ভাব্য তারিখ ১০ ডিসেম্বর।
আরও পড়ুন: Kolkata Police Recruitment 2018: চাকরি খুঁজছেন? ডেটা এন্ট্রির জন্য কর্মী নিয়োগ করবে কলকাতা পুলিশ
আবেদন ফি: আবেদন ফি ৪০০ টাকা। রাজ্যের এসসি এবং এসটি প্রার্থীদের জন্য ১৫০ টাকা। অনলাইন এবং অফলাইন দুই ভাবেই আবেদন ফি জমা দেওয়া যাবে। অফলাইনের ক্ষেত্রে ২৭ অক্টোবরের মধ্যে চালান ডাউনলোড করে জমা দিতে হবে।
বিশদ জানতে ভিজিট করুন http://www.calcuttahighcourt.gov.in/
হেল্প লাইন নন্বর ০৩৩-৪০০৩৫১৪ বা মেল করুন kolkataops@billdesk.com