Advertisment

হাইকোর্টের শূন্যপদে নিয়োগ, আবেদনের বিস্তারিত জানুন

কলকাতা হাইকোর্টে ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ চলছে। এই পদে চক্তির ভিত্তিতে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কলকাতা হাইকোর্টে ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ চলছে। এই পদে চুক্তির ভিত্তিতে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন।

Advertisment

যোগ্যতা, বয়স: ভারতীয় নাগরিক হতে হবে, বয়সসীমা বিজ্ঞপ্তির তারিখে ২৩ থেকে ৩২-এর মধ্যে। যোগ্যতা দরকার ভারতের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের এলএলবি ডিগ্রি, যদিও কেন্দ্রীয় বা কোনও রাজ্য বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসাবে নাম নথিভূক্ত থাকা বাধ্যতামূলক নয়।

প্রার্থী বাছাই পদ্ধতি, নিয়োগ: স্ক্রিনিংয়ে সফল হওয়া প্রার্থীদের তালিকা পাঠানো হবে সমস্ত বিচারকদের কাছে, তাঁরা পছন্দের প্রার্থী বাছাই করবেন। তার ভিত্তিতে ফের প্রস্তুত করা তালিকা পাঠানো হবে প্রধান বিচারপতির কাছে এবং পদমর্যাদা অনুযায়ী অন্যান্য বিচারকদের কাছে।

আরও পড়ুন: রাজ্য বিদ্যুৎ বিভাগে কাজ করতে চান? আবেদন করুন আজই

সফল প্রার্থীদের উপস্থিত হতে হবে সংশ্লিষ্ট বিচারকের প্রয়োজন মতো যোগ্য প্রার্থী বেছে নেওয়া ইন্টারভিউ, পরিচিতির জন্য। এভাবে পর্যায়েক্রমে প্রার্থী বাছাই চলবে।

পারিশ্রমিক, ছুটি: ল ক্লার্ক-কাম-রিসার্চ অ্যাসিস্ট্যান্টরা (ল ক্লার্কের পদনাম) নিযুক্ত হবেন চুক্তির ভিত্তিতে এবং পারিশ্রমিক পাবেন মাসে ৩৫,০০০ টাকা। ছুটির ক্ষেত্রে আদালতের কর্মী হিসাবে কোনও আলাদা সুযোগ পাওয়া যাবে না। বছরে সর্বাধিক ১০ দিন ছুটি পেতে পারেন বিচারকের অনুমোদন সাপেক্ষে।

আবেদন পদ্ধতি: আগামী ১৯ জানুয়ারি, ২০১৯ পর্যন্ত আবেদন গ্রহন করা হবে। স্পষ্টভাবে হাতে লিখে টাইপ করে ৮.৫x১৪ ইঞ্চি মাপের সাধারণ কাগজে আবেদন করতে হবে। বিস্তারিত জানুন এই লিঙ্ক থেকে www.calcuttahighcourt.gov.in

আবেদন পাঠানোর ঠিকানা The Registrar, Recruitment & Management, High Court Culcutta, kolkta-700001

চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন।

Government Jobs
Advertisment