সায়েন্স সিটিতে নিয়োগ করা হবে ট্রেনি কর্মী। ট্রেনিংয়ের সময়সীমা এক বছর। একবছরে সঠিক ট্রেনিং না হলে সেই ট্রেনিংয়ের সময়সীমা বাড়াতে পারে সংস্থা। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড দেওয়া হবে ১৪,০০০ টাকা।
যোগ্যতা: অবশ্যই পদার্থ বিজ্ঞানে স্নাতক পাশ হতে হবে। এছাড়া বিজ্ঞান বিভাগের মধ্যে রসায়ন, অঙ্ক, কম্পিউটার সায়েন্সের মধ্যে যে কোনো দুটি বিষয় নিয়েও গ্যাজুয়েশন পাশ করতে হবে। অথবা কেমিস্ট্রি সহ জুলজি, বটানি এবং মাইক্রোবায়োলজি, এনভায়ারোমেন্ট সায়েন্স, বায়ো টেকনোলজি এবং মলিকিউলার বায়োলজির মধ্যে যে কোনো দুটি বিষয় থাকতে হবে।
প্রসঙ্গত, ২০১৫ সালের আগে পাশ করে থাকলে তার আবেদন প্রযোজ্য হবে না।
পরীক্ষার পদ্ধতি: প্রথমে লেখা পরীক্ষা, তারপর কমিউনিকেশন ক্ষমতা দেখা হবে। তারপর যাচাই করা হবে নথিপত্র। এই সমগ্র প্রক্রিয়ার মাধ্যমে বাছাই করা হবে প্রার্থী।
ইতিমধ্যে ঠিক হয়ে গেছে লেখা পরীক্ষার দিন। ২৮ জুন ২০১৯ সকাল ৮.৩০ থেকে শুরু হবে পরীক্ষা।
পরীক্ষার দিন একটি আবেদন পত্র ভর্তি করতে হবে। তার জন্য প্রয়োজন পাসপোর্ট সাইজ ছবি,সচিত্র পরিচয় পত্র ও যাবতীয় ডকুমেন্টের জোরক্স কপি। উল্লিখিত, https://sciencecitykolkata.org.in/recruitment/ ওয়েবসাইট থেকে বিশদে জেনে নিন।