scorecardresearch

তাক লাগানো বেতন! এবার কলকাতায় মেট্রোয় কর্মী নিয়োগ

কলকাতা মেট্রোয় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

kolkata metro rail corporation limited recruitment 2023
কলকাতা মেট্রোয় কর্মী নিয়োগ করা হবে।

এবার কলকাতা মেট্রোয় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নজরকাড়া বেতনে কর্মী নিয়োগ করবে কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।

কলকাতা মেট্রোয় অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের রেলের এইচচআর বিভাগ/মেট্রো প্রোজেক্ট/রেলের প্রোজেক্ট কিংবা রেলওয়ে অর্গানাইজেশনের পিএসইউ-তে ১০ বছরের বেশি কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা ও বেতন: এই পদে চাকরির জন্য সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য। এক্ষেত্রে মাসে বেতন হতে পারে ৫৩,১০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা পর্যন্ত।

আরও চাকরির খবর- মাধ্যমিক পাশেই এয়ার ইন্ডিয়ায় চাকরি, বেতন প্রায় ২৪ হাজার

আবেদন পদ্ধতি:

এই পদে চাকরির জন্য প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতার সব নথি-পত্রের প্রমাণ নির্দিষ্ট দিনের মধ্যে নির্ধারিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন- http://kmrc.in/
এছাড়াও এই চাকরি সংক্রান্ত তথ্য জানতে এই লিংকে ক্লিক করুন- http://kmrc.in/admin/uploaded_career/Assistant_Personal_Officer.pdf

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Managing Director, Kolkata Metro Rail Corporation Limited, KMRCL Bhavan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata – 700021

আবেদনপত্র পাঠানোর শেষ দিন– ৩ জুন, ২০২৩

Stay updated with the latest news headlines and all the latest Jobs news download Indian Express Bengali App.

Web Title: Kolkata metro rail corporation limited recruitment 2023